চলতি বছরেই ৫ সেঞ্চুরি! দিল্লিতেই বিরাটকে ছুঁয়ে ফেললেন শুভমন! একের পর এক রেকর্ড
স্পোর্টস ডেস্ক: ১২ ইনিংসের পাঁচটাই সেঞ্চুরি। শুভমন গিল তৈরি করছেন ইতিহাসের নতুন অধ্যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের দ্বিতীয় দিন তিন অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে দেখেছেন শুভমন গিল। ভারতীয় অধিনায়ক ১৯৬ বলে ১৬টি চার এবং দুটি ছক্কার সাহায্যে খেলেন ১২৯ রানের অপরাজিত ইনিংস। এই নিয়ে কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে ফেলেছেন তিনি। যার মধ্যে পাঁচটাই এসেছে চলতি বছরে।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এক বছরে ৫টি টেস্ট সেঞ্চুরি পেলেন গিল। কোহলি অবশ্য এ কীর্তি গড়েছেন দুবার। ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে কোহলি ৫টি করে সেঞ্চুরি করেন। ৫টি সেঞ্চুরি করতে ২০১৭ সালে কোহলির লেগেছিল ১৬ ইনিংস, ২০১৮ সালে ২৪ ইনিংস। এই হিসাবে শুভমন গিল বেশ এগিয়ে। শুভমন মাত্র ১২ ইনিংসেই পেলেন ৫ সেঞ্চুরি। উল্লেখ্য, এর আগে ১৯৯৭ সালে, অধিনায়ক থাকাকালীন ব্যাটিং কিংবদন্তি শচীন তেন্ডুলকার ১৭ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন।
ভারতীয়দের অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি আছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও মনসুর আলি খান পতৌদির। ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম হিসেবে ৫টি সেঞ্চুরি করলেন তিনি। এর আগে অ্যালিস্টার কুক (৯ ইনিংস) ও সুনীল গাভাসকর (১০ ইনিংস) এই রেকর্ড গড়েছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি গিলেরই। দ্বিতীয় টেস্টের আগে পর্যন্ত সর্বাধিক ডব্লিউটিসি সেঞ্চুরির তালিকায় রোহিত শর্মার (৯) সঙ্গে একাসনে ছিলেন গিল৷ অরুণ জেটলি স্টেডিয়ামে এই শতরান প্রাক্তনীকে টপকে তালিকার শীর্ষে নিয়ে গেল তাঁকে৷২০২৫ সালটা গিলের জন্য দারুণ যাচ্ছে। এ বছর তিনি খেলেছেন মাত্র সাতটি টেস্ট, তাতেই করেছেন ৯৪০ রান। গড় ৭২। এই নিয়ে টেস্টে দশটি, ওয়ানডেতে আটটি এবং টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি সহ গিলের আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ১৯-এ গিয়ে পৌঁছেছে। অধিনায়ক হওয়ার পরেই যেন শুভমনের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এদিন গম্ভীর বলেন,‘শুভমনকে যখন অধিনায়ক হল, ওকে বলেছিলাম, গভীর সমুদ্রে তোমাকে ফেলে দেওয়া হয়েছে। হয় তুমি ডুববে, না হলে সাঁতার কেটে বেরিয়ে আসবে’।