ক্যারিবিয়ানদের জোড়া সেঞ্চুরিতে ৫ দিনে গড়াল টেস্ট! মঙ্গলেই জয়ের আশায় টিম ইন্ডিয়া

গত বছরের নভেম্বরে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রান করার পর টানা ১৬ ইনিংসে ৩০০ রানের আশপাশেও যেতে পারেনি ক্যারিবিয়ানরা। সেই দল অবশেষে আবার ৩০০-র দেখা পেল। আর তারজন্যই দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট গড়াল পঞ্চম দিনে। তাতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে জয়ের আশা ক্ষীণই। এমনকি ড্রয়ের আশাও প্রায় নেই। কারণ, ৯০ ওভার ব্যাটিং করার সুযোগ রয়েছে ভারতের সামনে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হাতে রেখে ভারতের দরকার আর মাত্র ৫৮ রান।
ভারত প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রান তুলে অলআউট হয়ে গেলে, ফলো অনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তাতেই দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ভারত ১ উইকেট হারিয়ে তুলেছে ৬৩ রান। দিনের শেষে ২৫ রানে অপরাজিত কেএল রাহুল ও ৩০ রানে নটআউট রয়েছেন সাই সুদর্শন। মঙ্গলবার সকালেই ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে।
প্রথম ম্যাচ আড়াই দিনে শেষ হলেও, সাত ম্যাচ পর আবার ওয়েস্ট ইন্ডিজের খেলা কোনো টেস্ট পাঁচ দিনে গড়াল। ফলো অন করা ওয়েস্ট ইন্ডিজ সোমবার তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ১৭৩ রান নিয়ে। জন ক্যাম্পবেল ৮৭ ও শাই হোপ ৬৬ রানে শুরু করেন দিন। তৃতীয় উইকেটে ১৭৭ রান যোগ করায় ভাঙে জুটি। ২৫ টেস্টের কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ক্যাম্পবেল রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হতেই ভাঙে জুটি। ১৯৯ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৫ রান করেছেন ক্যারিবিয়ান ওপেনার ক্যাম্পবেল। শেষবার ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ওয়েভেল হাইন্ডস৷ ২০২২-০৩ সিরিজের তৃতীয় টেস্টে ইডেন গার্ডেন্সে ১০০ রান এসেছিল বাঁ-হাতি ওপেনারের ব্যাটে ৷ এরপর গত ২২ বছরে ভারতের মাটিতে তিন-তিনটি টেস্ট সিরিজ খেললেও, সেঞ্চুরি পাননি কোনও ওপেনার৷ এতদিনে সেই রেকর্ড ছুঁলেন ক্যাম্পবেল। শুধু তিনি নন, হোপও পেয়েছেন সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া হোপ ২১৪ বলে করেছেন ১০৩ রান। আর ৪০ রান যোগ হতেই আরও ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পরে শেষ জুটিতে ৭৯ রান যোগ করেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস। সাতে নামা গ্রিভস ৫০ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট পান। মহম্মদ সিরাজ নেন ২ উইকেট। অন্য দুটি পান জাদেজা ও সুন্দর।
দ্বিতীয় ইনিংসে ভারতের একমাত্র আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা যশস্বী, দ্বিতীয় ইনিংসে ফেরেন ৮ রানে।