হাসপাতালে ভর্তি ‘নিম ফুলের মধু’র জেঠু! কেমন আছেন এখন অভিনেতা সুব্রত গুহ রায়

দীপাবলিতে কাজের ছুটি নেই। তাই শুটিংয়েই মন দিয়েছিলেন টলিপাড়়ার কলাকুশলীরা। কে জানত, কালীপুজোয় ক্যামেরার সামনে অভিনয় করার পর, পরেরদিন হাসপাতালের বেডে শুয়ে নিজস্বী তুলে ভক্তদের জানাতে হবে! টলিপাড়ার চেনা মুখ, টেলিভিশন-মেগাসিরিয়ালের ভক্তদের কাছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জেঠু ‘অখিলেশ’ চরিত্রের অভিনেতা সুব্রত গুহ রায় হাসপাতালেই ভর্তি। দীপাবলিতে সারাদিন শুটিং সেরে বাড়ি ফিরে ঘরোয়া খাবার খেয়ে ওঠার পরই তীব্র পেটে ব্যথা নিয়ে কালীপুজোর রাতেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। সমাজ মাধ্যমে সকালেই পোস্ট করে তিনি লিখেছেন, ‘বন্ধুরা আপাতত কয়েকদিনের ছুটি… সুস্থ হয়ে ফিরে আবার কথা হবে… ভালো থাকবেন… সুস্থ থাকবেন….।’ জানা গেছে, দীপাবলির দিন অর্থাৎ সোমবার শ্যুটিং সেরেছেন অভিনেতা। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সারার পর পেটে প্রচণ্ড ব্যাথা শুরু হয়।
https://www.facebook.com/share/p/17euhHVuTQ/
এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গেলে চিকিৎসকরা ইনঞ্জেকশন দেওয়ার পর যন্ত্রণা কমে যায়। তবে একইসঙ্গে নাকি তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দেন। সেইমতো হাসপাতালে ভর্তি হন অভিনেতা। মঙ্গলবার তাঁর সিটি স্ক্যান হয়েছে, আরও নানান স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কিছু ধরা পড়েনি। তবে ঝুঁকি নিয়ে চায় না পরিবার। কারণ পেটে ব্যথার কারণ ধরা পড়েনি। সবরকম স্বাস্থ্য পরীক্ষার পরই বাড়ি নিয়ে আসতে চান তাঁরা। বর্তমানে তিনি পরিণীতা ধারাবাহিকেই অভিনয় করছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল, নিম ফুলের মধু ধারাবাহিকে। নিম ফুলের মধুতে অখিলেশ দত্ত চরিত্রে এবং পরিণীতা সিরিয়ালে আশুতোষ বসু চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকদের যে ভালোবাসা পেয়েছেন তাতে আপ্লুত অভিনেতা। আপাতত বিরতির কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। গত তিন দশকে সুব্রত গুহ রায় অভিনয় করেছেন নানা মাধ্যমে। থিয়েটারের পাশাপাশি বড় পর্দায় তাঁকে দেখা যায়, কিন্তু পরিচিতির বড় অংশটাই ছোট পর্দায়।
