শামিকে আর ভাবছেই না! অনুশীলন ম্যাচে অধিনায়ক হয়ে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ

0



মহম্মদ শামিকে কি তাহলে পুরোপুরিই ভাবনাচিন্তা থেকে বাদ দিয়ে দেওয়া হল? রঞ্জিতে বাংলার হয়ে দুরন্ত পারফর্ম করেন ভারতীয় এই পেসার। তুলে নেন ৭ উইকেট। এরপরও বেঙ্গালরুতে সেন্টার অফ এক্সিলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচে ভাবাই হল না তাঁকে! আর কবে, কী করলে ডাক পাবেন? কীভাবেই বা বোঝাবেন তিনি ফিট? ভারতের জাতীয় দলে যারা নিয়মিত নন, বা চোট কাটিয়ে ফিরছেন তাদের প্রথমে ঘরোয়া ক্রিকেট খেলে তার পর মূল দলে জায়গা করতে হয়। শামির কথা নির্বাচকরা ভাবলে তাকেও নেওয়া হত। এর থেকেই বোঝা যাচ্ছে, ভারতীয় জার্সিতে শামির খেলার সম্ভাবনা আর নেই।
বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত এ দল। প্রথম ম্যাচটি ৩০ অক্টোবর থেকে। পরেরটি ৬ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই হয়তো আবার ভারতীয় দলে ফিরছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি তিনি। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন। ঋষভ পন্থকেই অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। চোট সারিয়ে ৯৫ দিন পর আবার খেলতে দেখা যাবে তাকে।  দু’টি ম্যাচেই সহ-অধিনায়ক সাই সুদর্শন।
তবে এই অনুশীলন ম্যাচে আবারও ডাক পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় ম্যাচে রয়েছেন তিনি। একইসঙ্গে রয়েছেন বাংলার পেসার আকাশ দীপও।এই অনুশীলন ম্যাচের পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ভারতের। প্রথম টেস্ট হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। সেই সিরিজের আগে ক্রিকেটারদের পরখ করতে চাইছেন নির্বাচকরা।
ভারত ‘এ’ দল (প্রথম ম্যাচ)
ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।
ভারত ‘এ’ দল (দ্বিতীয় ম্যাচ)
ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *