ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া

পদে উন্নতি। মর্যাদাও বাড়ল। অলিম্পিক গেমসে ২ বার ভারতকে গৌরব এনে দেওয়া তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবার ভারতীয় সেনাবাহিনীতে একটি উচ্চপদস্থ সাম্মানিক পদ পেলেন।ভারতীয় সেনার পক্ষ থেকে নীরজ চোপড়াকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হল। এতদিন তিনি জুনিয়র কমিশনড অফিসারের সম্মানসূচক পদে ছিলেন। বুধবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীতে নীরজ চোপড়াকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা প্রদান করা হয়। ভারত সরকার অনুমোদিত আইনি নথি এবং সাপ্তাহিক পাবলিক জার্নাল দ্য গেজেট অফ ইন্ডিয়া অনুসারে, এই নিয়োগ ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) নীরজ চোপড়া শৃঙ্খলা, নিষ্ঠা এবং জাতীয় গর্বের সর্বোচ্চ আদর্শের প্রতীক, যা ক্রীড়া জগত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে’।
নীরজ চোপড়া ২০১৬ সালের ২৬ অগাস্ট নায়েব সুবেদার পদে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। এরপর অ্যাথলেটিক্সে একের পর এক গৌরব এনে দেন ভারতকে। ২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ ২০২০ সালের টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেন এবং এরপর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে রুপো জিতেছেন। তিনি ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন এবং এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ডায়মন্ড লিগে একাধিক পদক অর্জন করেছেন। ২০২৫ সালে অর্জিত ৯০.২৩ মিটারের তার ব্যক্তিগত সেরা থ্রো। ২০১৮ সালে অ্যাথলেটিক্সে তাঁর কৃতিত্বের জন্য তাঁকে অর্জুন পুরষ্কারে ভূষিত করা হয় এবং তারপর ২০২১ সালে ক্রীড়া ক্ষেত্রে তার পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরস্কার পান। ২০২২ সালে নীরজের সুবেদার মেজর পদে পদন্নোতি হয় ও সে’বারই দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রীতেও ভূষিত হন। তবে, চলতি বছর চোটের কারণে সেখানে নীরজ তাঁর সেরা ফর্মে নেই।
