তৈরি হল ছবি মুক্তির ক্যালেন্ডার! একটানা শুটিং ১৮ ঘণ্টা! ইমপা-ফেডারেশনের যৌথ ঘোষণায় বাড়ল পারিশ্রমিকও

এ বার থেকে যতক্ষণ ইচ্ছে কাজ করানো যাবে না। যত খুশি সিনেমাও রিলিজ করা যাবে না। একগুচ্ছ নতুন ঘোষণা করল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইমপা) এবং ফেডারেশন। এ বার থেকে সর্বোচ্চ ১৮ ঘণ্টা শুটিং করা যাবে।এরপর ন্যূনতম ৮ ঘণ্টার বিরতি থাকতে হবে। সেইসঙ্গে হুড়মুড়িয়ে ছবির রিলিজও করা যাবে না আর, সে’ব্যাপারেও বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে। তৈরি হয়েছে ছবি মুক্তির নির্দিষ্ট গাইডলাইন। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ছবি মুক্তির সংখ্যা। যেমন, ডিসেম্বরে পাঁচটি ছবি মুক্তির কথা থাকলেও, তা কমিয়ে ৩টি করে দেওয়া হয়েছে। বাকি ছবি মুক্তি পাবে ২৩ জানুয়ারির পর। তবে ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা ডিসেম্বরে, কোন কোন সিনেমা জানুয়ারিতে রিলিজ হবে তা জানানো হয়নি। জানা গেছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাঁদের নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর মুক্তি ও অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল ’ ছবির মুক্তি জানুয়ারিতে হতে পারে। প্রাইম টাইমে মুক্তিপ্রাপ্ত একটি ছবিকে অন্তত দু’সপ্তাহ প্রদর্শনের সময় দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।  দুই সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা করেন যথাক্রমে পিয়া সেনগুপ্ত এবং স্বরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে, অঙ্কুশ হাজরা, রানা সরকার সহ টলিউডের বিশিষ্টরা। সেখানেই স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, একটি বড় বাজেটের ছবিমুক্তির ১৫ দিনের মধ্যে মুক্তি পাবে না বড় বাজেটের আর একটি ছবি। ছবি বানানোর সংখ্যা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত ছবির প্রাইম টাইম শো পাবেন প্রযোজকেরা।সব বাংলা ছবিই যাতে লাভের মুখ দেখতে পারে, সেকারণে নির্দিষ্ট সময়েই ভাগ করে সিনেমা রিলিজ করবে। শুধু তাই নয়, পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, টেকনিশিয়ানদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। শিল্পী কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল, তারও সুরাহা হল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বলিউডে যেখানে ৮ ঘণ্টা কাজ করা নিয়ে বিতর্ক চলছে, সেখানে টলিউডে কাজের সময়সীমা টানা ১৮ ঘণ্টা সর্বোচ্চ করে দেওয়া হল।


 
                       
                       
                       
                       
                       
                      