মধুর প্রতিশোধ! জেমিমার মরণপণ শতরানের ইনিংসে ফাইনালে ভারত, বিদায় অস্ট্রেলিয়ার

এ যেন মরণপণ লড়াই! অবিশ্বাস্য ইনিংসের পর জেমিমার চোখের জল। গোটা ভারতীয় দলের আনন্দাশ্রু। 
 প্রাথমিক পর্বে দুই দলের দেখায় রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। এ বার বদলায় সেই রেকর্ড ভেঙে, অ্যালিসা হিলির দলকে বিদায় করে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। অবিশ্বাস্য রান তাড়া করে অসম্ভবকেও সম্ভব করল ভারতের মেয়েরা। সৌজন্যে অবশ্যই জেমিমা রডরিগেজের অপরাজিত শতরানের মহামূল্যবান ইনিংস। সেমিফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রান ৯ বল ও ৫ উইকেটে হাতে রেখে জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ফিবি লিচফিল্ডের দারুণ সেঞ্চুরির জবাবে অপরাজিত ১২৭ রানে দুর্দান্ত ইনিংসে ব্যবধান গড়ে দিয়েছেন জেমিমা রডরিগেজ। ট্রফির লড়াইয়ে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার। 
জিততে হলে রেকর্ড গড়তে হবে-এমন লক্ষ্যে খেলতে নেমে ১৩ রানেই ওপেনার শেফালি বর্মাকে হারায় ভারত। ২৯ রানে ফিরে যান দলের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মান্ধানাও। তবে ভারতকে লড়াইয়ে রাখেন জেমিমা রডরিগেজ ও হরমনপ্রীত। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১৬৭ রান। ১০ চার ও ২ ছয়ে ৮৮ বলে অধিনায়ক হরমনপ্রীত  ৮৯ রান করে আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জেমিমা।শেষের দিকে দিপ্তি (২৪), রিচা ঘোষ (২৬) ও আমানজ্যোতকে (১৫*) নিয়ে উচ্ছ্বাস- উৎসবে মাতেন জেমিমা। ভারত ৪৮.৩ ওভারে ৫ উইকেটে তোলে ৩৪১ রান। জেমিমা শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৪ চারে ১২৭ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। শুরুতেই অ্যালিসা হিলির উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ১৫ বলে ৫ রান করে আউট হয়ে যান তিনি। দলের ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি বেধে দাঁড়িয়ে যান পোয়েবি লিচফিল্ড ও এলিসি পেরি। ১৫৫ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। দলের ১৮০ রানের মাথায় আউট হন পোয়েবি লিচফিল্ড। ৯৩ বলে ১১৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজান ১৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা দিয়ে। এলিসি পেরি করেন ৮৮ বলে ৭৭ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার ইনিংসে। এরপর বেথ মুনি করেন ২৪ রান। অ্যানাবেল সাদারল্যান্ড ৩ রান করে আউট হলেও অ্যাশলে গার্ডনার জ্বলে ওঠেন ব্যাট হাতে। ৪৫ বলে তিনি খেলেন ৬৩ রানের ইনিংস। ৪টি করে বাউন্ডারি আর ছক্কা মারেন তিনি। শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রা ১২, কিম গার্থ ১৭ রানে রানআউট হন। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান। ভারতের হয়ে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন। ক্রান্তি, আমনজ্যোৎ কৌর ও রাধা যাদব একটি করে উইকেট নেন। প্রাথমিক পর্বে ভারতের করা ৩৩০ রান তারা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ডেই থাবা বসাল এ বার ভারত। নবি মুম্বইয়েই রবিবার প্রোটিয়াদের মুখোমুখি হবে হরমনপ্রীতের দল।


 
                       
                       
                       
                      