দেশের ফুটবলে নজিরবিহীন! জাতীয় দলে ডাক পেলেন দুই ভারতীয় বংশোদ্ভূত তারকা

0




বেঙ্গালুরু এফসির রায়ান উইলিয়ামস ও অবনীত ভারতী। দু’জনেই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন দুই ফুটবলার। ভারতীয় দল ঢাকায় ১৮ নভেম্বর এই ম্যাচ খেলতে নামবে।
নেপালে জন্ম নেওয়া ডিফেন্ডার ২৭ বছর বয়সী অভনীত ভারতীর কাছে ভারতের পাসপোর্ট রয়েছে। ভারত ও নেপাল দুই দেশের হয়েই খেলতে পারেন তিনি। খেলেছেন বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে। এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার পারথে জন্মানো ৩১ বছর বয়সি উইলিয়ামস বেঙ্গালুরু এফসি’র ফুটবলার। সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন তিনি।  ডুয়াল সিটিজেনশিপ না থাকায় অস্ট্রেলিয়ার পাঠ চুকিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়েছেন তিনি। জানা গিয়েছে, চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন উইলিয়ামস। উইলিয়ামসের মা অড্রে মুম্বইয়ের এক অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্মেছিলেন। তাঁর বাবার জন্ম ইংল্যান্ডের কেন্টে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এর আগে বহুবার ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের খুঁজে বের করার কথা বলেছেন, আর এবারই প্রথম সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে।
এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এক জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে বলেন, ‘আমরা ব্রাজিলে ভারতীয় দূতাবাসের মারফত অবনীত ভারতীর কথা জানতে পারি। ও অত্যন্ত প্রতিভাবান ডিফেন্ডার। রায়ান উইলিয়ামসের বিষয়ে আমাদের ধৈর্য ধরে থাকতে হয়েছে। এই দুই ফুটবলার যদি জাতীয় শিবিরে প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে ওরা ঢাকায় খেলতে যাবে।’
এমনিই একজন যোগ্য স্ট্রাইকারের অভাব রয়েছে ভারতের। ৪০ বছর বয়সি সুনীল ছেত্রীও আর পুরোনো ছন্দে নেই। তাঁর অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে রায়ানের কাছে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে জাতীয় শিবির শুরু করেছেন ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। বুধবার যখন জাতীয় শিবিরে ডাক পাওয়া ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করা হয়, তখন সেখানে অবনীত ও উইলিয়ামসের নাম ছিল না। বৃহস্পতিবার জানা গেল এই দুই ফুটবলারকে জাতীয় শিবিরে ডাকা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *