প্রয়াত অভিনেত্রী জারিন খান, দুঃসময়ে প্রাক্তন স্ত্রী সুজানের পাশে হৃতিক, চর্চা নেটিজেনদের

0

মা’কে হারালেন বলিউড অভিনেতা জায়েদ খান। হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান তাঁর সবথেকে কাছের মানুষকে হারালেন। সুজান-জায়েদের মা, প্রবীণ অভিনেত্রী জারিন খান ৮১ বছর বয়সে প্রয়াত।তাতেই ভেঙে পড়েছেন সুজান। দুঃসময়ে প্রাক্তন স্ত্রী’য়ের পাশে বন্ধুর মতোই সঙ্গ দিলেন হৃতিক রোশন। খবর পেয়েই প্রেমিকা সাবা আজাদকে নিয়ে  প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছেন হৃতিক রোশন। যান শেষকৃত্যেও। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা অনেকেই তাতে

প্রাক্তন-বর্তমানের সম্পর্কের সমীকরণ খুঁজতেই ব্যস্ত। 
জারিন খান ছিলেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী। জারিন, নিজেও ছিলেন অভিনেত্রী। অতীতের ‘এক ফুল দো মালি’ ও ‘তেরে ঘর কে সামনে’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তাদের চার সন্তানের মধ্যে সুপরিচিত দুই মুখ হলেন অভিনেতা জায়েদ খান এবং সুজান খান। এছাড়া পরিবারের অন্য দুই কন্যা ফারাহ খান আলি এবং সিমোন আরোরা-ও আলোচনায় আছেন সামাজিক ও ব্যবসায়িক পরিমণ্ডলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জারিন।

হৃতিক ও সুজান ১৪ বছরের দাম্পত্য জীবনের পরে আলাদা হয়ে যান। তবু জারিন প্রশংসাই করতেন প্রাক্তন জামাইয়ের।হৃতিককে তিনি সবসময় নিজের ‘ছেলে’ বলেই মনে করতেন।জারিনের দৃঢ় বিশ্বাস ছিল, ‘এই সম্পর্ক কখনও ভাঙবে না। তিনি একবার বলেছিলেন, “ঝড় এলেও এই ঘর উড়িয়ে দিতে পারবে না।’ কিন্তু বাস্তবে ১৪ বছরের সংসার শেষে ২০১৪ সালে হৃতিক ও সুজান বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছিন্ন হন। তবুও দুই পরিবারের সম্পর্ক কখনও নষ্ট হয়নি। এমনকি বন্ধুর মতোই সম্পর্ক রয়ে গেছে সুজান-হৃতিকেরও। কেউই কারোর সম্পর্কে সমালোচনা করেননি। বরং সুজানকে প্রাক্তন স্বামী হৃতিক রোশন এবং বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে জন্মদিন উদযাপন করতেও দেখা গিয়েছিল। জারিন খানের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউডই। বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেছে জয়া বচ্চন, ববি দেওল, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়দের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *