কৃষভির শরীরে আমাদের রক্ত আছে’, হঠাৎ কেন এ কথা বললেন শ্রীময়ী?
বিতর্ক যেন কিছুতেই তাঁদের পিছু ছাড়ে না। প্রেম, বিয়ে, সন্তান—সবকিছু নিয়েই সমালোচনায় বিদ্ধ হয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। মেয়ে কৃষভিকে নিয়েও প্রকাশ্যে নানা কথা বলেছে দর্শকের একাংশ।

সম্প্রতি ধুমধাম করে মেয়ের প্রথম বছরের জন্মদিন পালন করলেন কাঞ্চন-শ্রীময়ী। চারিদিক সাজানো হয়েছিল বেলুনে৷ সেখানেই সমাজমাধ্যম, তর্ক-বিতর্ক, সমালোচনার প্রসঙ্গ ওঠে।

দু’জনকে প্রশ্ন করা হয়, বড় হয়ে কৃষভি এত সমালোচনা সামলাতে পারবে? এই প্রশ্নে সটান উত্তর দেন অভিনেত্রী। শ্রীময়ী বলেন, “কৃষভির শরীরে আমাদের রক্ত বইছে। ও ঠিক সামলে নিতে পারবে সব ট্রোল।”

উল্লেখ্য কিছুদিন আগে লক্ষ্মীভান্ডার বিতর্কে জড়িয়েছিলেন শ্রীময়ী। বিজেপি বিধায়ক সুকান্ত ঘোষ প্রশ্ন তুলেছিলেন কেন লক্ষ্মীভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন শ্রীময়ী? শাসকদলের বিধায়ক কাঞ্চনের স্ত্রী হওয়ার পরেও এই আবেদন কেন? সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন বিজেপি নেতা সুকান্ত। স্বপক্ষে শ্রীময়ীর যুক্তি কোথাও নিয়ম নেই বিধায়কের স্ত্রী হলে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না!
এই মুহূর্তে শ্রীময়ীকে দেখা যাচ্ছে না কোনও ধারাবাহিকে। বিভিন্ন বিজ্ঞাপনের শুটিং আর সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্য দিকে কাঞ্চন সিনেমা ছাড়াও অভিনয় করছেন ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে।
