পদবি খান, কিন্তু তাও কেন হিন্দুমতে শেষকৃত্য হল সুজানের মা জারিনের?
শুক্রবার মাকে হারিয়েছেন সুজান খান এবং জায়েদ খান৷ জারিন খানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই সুজানের বাড়ি ছোটেন হৃতিক রোশন। সুজান এবং জায়েদের মা জারিনের শেষযাত্রায় উপস্থিত হয়েছিলেন জয়া বচ্চন, ডিম্পল কপাডিয়া, হেমা মালিনী-সহ আরও অনেকেই৷ কিন্তু এখানেই তৈরি হয়েছে অনেক বিতর্ক৷ পদবি খান হওয়া সত্ত্বেও কেন হিন্দুমতে শেষকৃত্য সম্পন্ন হল জারিনের? উঠেছে প্রশ্ন।

স্বামী সঞ্জয় খানের সঙ্গে যখন জারিনের আলাপ হয়, তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। তার পর অভিনয়জীবন শুরু করেন তিনি। এক দিকে যেমন কাজ চলছে৷ তেমনই অন্য দিকে সঞ্জয়ের সঙ্গেও তাঁর সম্পর্ক গভীর হয়। ১৯৬৬ সালে বিয়ে করেন তাঁরা। জারিন জন্মসূত্রে জিউ হলেও তাঁদের বিয়ে হয়েছিল মুসলিম মতেই৷ বিয়ের পর ধর্মান্তিরত হন তিনি৷ কিন্তু তাঁর শেষ ইচ্ছা এটাই ছিল, মৃত্যুর পর যেন তাঁর শেষকৃত্য করা হয় জরাস্ট্রিয়ান মতে৷ মায়ের সেই ইচ্ছাই রেখেছেন তিন সন্তান।
শেষযাত্রায় জারিনের সিঁথিতে জ্বলজ্বল করছিল লাল সিঁদুর। মাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যান ছেলে জায়েদ৷ কবর নয়, দাহ করা হয় তাঁকে। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন জারিন। শুক্রবার মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিন সন্তানই৷ দুঃসময় সুজানের পাশে ছিলেন প্রেমিক আরসালান, প্রাক্তন স্বামী হৃতিক। এসেছিলেন হৃতিকের প্রেমিকা সাবাও৷
