হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জীতু কমল, কবে থেকে শুরু করবেন ধারাবাহিকের শুটিং?
বুধবার থেকে চলছে টানাপড়েন। শুটিং করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জীতু কমল। তার পর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সূত্রের খবর রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। কিন্তু দর্শকের মনে প্রশ্ন কবে থেকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং শুরু করবেন অভিনেতা? শোনা যাচ্ছে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

টলিপাড়ার অন্দরের আলোচনা, মঙ্গলবার থেকেই শুটিং শুরু করবেন নায়ক। অনেক দিন ধরেই নাকি তিনি সর্দি, কাশি, জ্বরে ভুগছিলেন। এক বার নাকি খুব বাড়াবাড়িও হয়েছিল। যদিও শুটিংয়ে ফেরা বা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর এখনও পর্যন্ত নায়ক প্রকাশ্যে কিছু জানাননি। জীতুর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর চিন্তা প্রকাশ করেছিলেন তাঁর সহ-অভিনেতারা।

সমাজমাধ্যমে দিতিপ্রিয়া রায় লিখেছিলেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীও দুশ্চিন্তা প্রকাশ করেছেন জীতুর জন্য। তাঁকে দর্শক দেখছে কিঙ্কর চরিত্রে। জীতুর বন্ধু হিসাবেই দেখানো হচ্ছে তাঁকে। অভ্রজিৎ লেখেন, “তোর যা কাজের চাপ, তাতে একটু-আধটু শরীর খারাপ হতেই পারে। মহাদেব আছেন তো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের ভাই ।” অনেক ধরনের পরীক্ষা হয়েছে। চিন্তা হওয়ার মতো কিছু হয়নি।
কয়েক দিন আগে হাসপাতাল থেকে নায়কের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

যেখানে দেখা গিয়েছিল, রোগীর পোশাক পরে শুয়ে রয়েছেন অভিনেতা৷ হাতে চ্যানেল করা। চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট৷ সামনে চলছে টেলিভিশন৷ নিজের অভিনীত ধারাবাহিক দেখতেই ব্যস্ত তিনি৷ তখন থেকেই সবাই প্রশ্ন করেছিলেন কবে ফিরবেন শুটিংয়ে। সেই উত্তরও মিলবে শীঘ্রই।
