অভিনেত্রী এ বার নেত্রী! রাজনীতিতে আসতে চান অভিনেত্রী সুদীপ্তা, ২০২৬ এর নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন?

0

ছোটপর্দায় মূলত তাঁকে খলনায়িকার চরিত্রেই দেখে দর্শক। শোনা যাচ্ছে, নিজেকে আর অভিনয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাইছেন না অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শাসকদলের প্রার্থী হিসাবে দেখা যাবে নায়িকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্ন করা হলে অভিনেত্রী একেবারেই এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন, যা হবে দেখা যাবে। অর্থাৎ সেই ধোঁয়াশা জারি। যদিও রাজনীতিক হিসাবে নিজেকে দেখতে চান অভিনেত্রী। সেই ভাবনাও স্পষ্ট করেন সুদীপ্তা।

তৃণমূল নেতা সৌম্য বক্সীর স্ত্রী তিনি। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ  হলেন টলিপাড়ার দুঁদে খলনায়িকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ইদানীং শাসকদলের অনেক অনুষ্ঠানেই দেখা যায় তাঁকে। তার পর থেকেই আলোচনা শুরু। যদিও এই মুহূর্তে তিনি এত কিছু ভাবার অবস্থায় নেই। ১০ নভেম্বর অভিনেত্রীর বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাই আরও বেশি মনখারাপ তাঁর। বাবাকে ছাড়া এতগুলো দিন কাটিয়ে ফেলবেন তা ভাবতেই পারেননি অভিনেত্রী।

সমাজমাধ্যমে বাবার ছবি দিয়ে নিজের আবেগ উজাড় করে দিলেন সুদীপ্তা। বাবাদের একটু বেশিই ভালবাসে মেয়েরা। তাই মৃত্যুবার্ষিকী বলে নয় প্রতি দিন প্রতি পদক্ষেপে তাঁর বাবাকে মনে পড়ে। তবে তিনি মনে করেন, সর্বক্ষণ তাঁর বাবা সঙ্গে আছেন। তা হলে পরবর্তীকালে অভিনেত্রী সুদীপ্তাকে নেত্রী হিসাবে দেখা যাবে‌? সেই ধোয়াঁশা অবশ্য জারি রেখেছেন অভিনেত্রী। স্বামী এবং শাশুড়ি মা কি সুদীপ্তার অনুপ্রেরণা? সেই উত্তর পাওয়া যায়নি। খুবই সাধারণ পরিবারের মেয়ে তিনি। দাদা কর্মসূত্রে বাইরে থাকেন। মা-বাবা দু’জনেই তাঁর দায়িত্বে। বাবাকে হারিয়ে মা এখন একা। অভিনয়জীবন, সংসার, পরিবার সামলে কি সাধারণ মানুষের দায়িত্ব নিতে পারবেন সুদীপ্তা? উঠছে প্রশ্ন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *