দিল্লিতে বিস্ফোরণ! হাই অ্যালার্ট জারি দেশের সর্বত্র, কলকাতাতেও চলছে ‘নাকা চেকিং’

সপ্তাহের প্রথম কাজের দিনেই রক্তাক্ত দিল্লি। বিস্ফোরণে কাঁপল রাজধানী। তাও আবার লালকেল্লার একদম সামনে।সংবাদসংস্থা এএনআই-এর খবর ঘটনায় একাধিক প্রাণহানি, জখম বহু।সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে দাঁড়ানো গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই প্রথমে দিল্লি, এরপর উত্তরপ্রদেশ, মুম্বই, উত্তরাখণ্ডে হাই অ্যালার্ট জারি করা হয়। রাজধানীর সর্বত্র শুরু হয় চিরুনি তল্লাশি। ধর্মীয় স্থান, দ্রষ্টব্য স্থান, ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতাতেও জারি হয় হাই অ্যালার্ট। সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ‘নাকা চেকিং’ শুরু করেছে পুলিশ। সতর্কতামূলক অনুসন্ধান চলছে হোটেল-লজেও।চলছে বিশেষ নজরদারি। বিশেষ নজর দেওয়া হয়েছে মেট্রো স্টেশনগুলোতেও। দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সংস্থাকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির পুলিশ কমিশনার ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনআইএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লাল কেল্লা সংলগ্ন এলাকা দিল্লির অন্যতম ব্যস্ত অঞ্চল। সন্ধ্যার সময় এখানে স্থানীয় বাজারে ভিড় থাকে প্রচুর, বহু পর্যটকও ভ্রমণে আসেন। এমন সময়ে এই বিস্ফোরণ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, লাল কেল্লা চত্বরে সোমবার সন্ধ্যায় যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তা আত্মঘাতী হামলাই ছিল। হামলায় একটি হুন্ডাই আই-২০ গাড়ি ব্যবহার করা হয়েছিল। ওই গাড়িটিতেই IED রাখা ছিল। সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিল আই-২০ গাড়িটি। এর পরেই বিস্ফোরণ ঘটে। গাড়িটি হরিয়ানায় নিবন্ধিত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বিভাগের ৭ থেকে ১৫টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ (NIA) এবং এনএসজি (NSG)-এর বিশেষ দল ঘটনাস্থলে যায়। ফরেনসিক ও টেকনিকাল টিম বিস্ফোরণের প্রকৃতি ও কারণ বোঝার চেষ্টা করা হচ্ছে। দিল্লির পুরনো শহরের এই এলাকায় হঠাৎ বিস্ফোরণে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
