কেমন সেজেছে নতুন রূপে ক্যাম্প ন্যু! তা দেখতেই গোপনে মাঠে হাজির লিওনেল মেসি
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক আসলে এক প্রেমের গল্প। ক্যাম্প ন্যু’তেই সবুজ গালিচায় রচনা করেছিলেন শিল্পের ফুটবল, ফুটবলের শিল্প। কত স্মৃতি।
কত রেকর্ড-গোল-উচ্ছ্বাস-ট্রফি জয়ের আনন্দ। ২০২১ সালে আর্থিক সংকটের কারণেই মূলত মেসিকে বার্সেলোনাকে ছাড়তে হয়। প্যারিস সেন্ট জার্মেইন এবং ইন্টার মিয়ামিতে নতুন অধ্যায় শুরু হলেও বার্সা ও ক্যাম্প ন্যুর প্রতি ভালোবাসা কখনো মুছে যায়নি। শেষ হয়ে যায়নি টানও। আর তাই তো মেজর লিগ সকারে ন্যাশভিলকে জিতিয়ে জোড়া গোলের পরপরই হঠাৎ ক্যাম্প ন্যুতে সারপ্রাইজ ভিজিটে হাজির হয়ে যান লিওনেল মেসি। সংস্কার শেষে ৮৯৪ দিনের অপেক্ষার পর অবশেষে গত ৭ নভেম্বর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। নতুন করে কেমন সাজে সেজেছে ক্যাম্প ন্যু?
দেখার আকুতি থেকে গোপনে ক্যাম্প ন্যু’তে ফেরেন মেসি। মুগ্ধ হয়ে দেখেন পুরনো ক্যাম্প ন্যু’র নতুন রূপ। ছবিও দেন সমাজ মাধ্যমে। স্বাভাবিকভাবেই আবেগতাড়িত। মেসি তাঁর সমাজ মাধ্যমে ক্যাম্প ন্যুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত রাতে আমি এমন একটা জায়গায় ফিরেছি, যা আমি খুব মিস করি। এমন জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকোনো ইচ্ছের কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক তা খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়। এ বারেও সমাজ মাধ্যমে লিখেছেন, আশা করি, একদিন এখানে ফিরতে পারবো। শুধু বিদায় জানাতে নয়, যেভাবে বিদায় জানাতে পারিনি…।’
নতুন ক্যাম্প ন্যুতে মেসির বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চায় বার্সেলোনা। তবে সেটি বার্সার জার্সিতে নাকি অন্য কোনভাবে তা এখনো পরিষ্কার নয়। জানা গেছে, বার্সেলোনা এবং ইন্টার মায়ামির মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও তার সত্যাসত্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই জানায়নি।
