অ্যাওয়ে ম্যাচে শাহবাজের রাজ! রেলকে বেলাইন করে ৭ পয়েন্ট বাংলার, রঞ্জিতে গ্রুপ শীর্ষে লক্ষ্মীর দল
ম্যাচ জয়ই শুধু নয়, একেবারে ৭ পয়েন্ট ঘরে তুলল বাংলা। রঞ্জিতে রেলওয়েজের বিরুদ্ধে এক ইনিংস এবং ১২০ রানের বড় জয়ে গ্রুপ শীর্ষেও পৌঁছল লক্ষ্মীরতন শুক্লার দল।অ্যাওয়ে ম্যাচ থেকে সাত পয়েন্ট পেয়ে রঞ্জি নকআউটে ওঠার দৌড়ে অনেকখানি এগিয়ে গেলেন সুদীপ ঘরামিরা। গোটা ম্যাচে একাই আট উইকেট তুলে নিয়ে বাংলার এই জয়কে স্মরণীয় করে তুললেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। মঙ্গলবার সকালে মাত্র এক ঘণ্টার মধ্যেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলা দলের।
রেলওয়েজ়ের হাতে ছিল মাত্র পাঁচটি উইকেট। ৫ উইকেটে ৯০ রানে তারা খেলতে নামে। মঙ্গলবার শাহবাজ আহমেদের বোলিং ঘূর্ণিতে ধ্বংস হয়ে যায় রেলের ব্যাটিং বিভাগ। একে একে পড়ল উইকেট তাসের ঘরের মতোই ভেঙে পড়ে।শাহবাজ দ্বিতীয় ইনিংসে ২২.৫ ওভার বল করে ৫৬ রান দিয়ে তুলে নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ১ উইকেট। রেলওয়েজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। বাংলা প্রথমে ব্যাট করে অনুষ্টুপ মজুমদার (১৩৬) ও সুমন্ত গুপ্ত (১২০)-র দুর্দান্ত ইনিংসে তুলেছিল ৪৭৪ রান। রেলের পক্ষে প্রথম ইনিংসে মেরাই ৯১ ও উপেন্দ্র ৭০ রানে লড়াই দিলেও সুরজ সিন্ধু জয়সওয়ালের ৪ উইকেটেই ফলো অনে পড়তে হয় তাদের। ২২২ রানে গুটিয়ে যায় রেল। ম্যাচের সেরা ক্রিকেটার হন অনুষ্টুপ মজুমদার।
চলতি রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি-তে পয়েন্ট তালিকার শীর্ষে আপাতত বাংলা। চার ম্যাচ খেলে বাংলার পয়েন্ট ২০। তিন ম্যাচে জয় পেয়ছে বাংলা। দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা তিন ম্যাচে জয় পেলেও, এক ম্যাচে হেরে গিয়েছে। তার ফলে হরিয়ানার পয়েন্ট ১৮। তিন নম্বরে রয়েছে উত্তরাখণ্ড (১৬)। চার নম্বরে সার্ভিসেস। তারা ১৩ পয়েন্ট পেয়েছে। পরের ম্যাচ অসমের বিরুদ্ধে কল্যাণীতে খেলবে বাংলা।
