একদিনে ১৫ উইকেট! ইডেনে দ্বিতীয়দিন পন্থ-জাড্ডুর নজিরে রবিবারই জয়ের হাতছানি ভারতের
ক্রিকেট নন্দনকাননের দর্শকদের একদিকে মন খুশি, অন্যদিকে আবার মনখারাপও। মন খুশি, কারণ শনিবার ১৫ উইকেটের পতনের সাক্ষী থাকলেন তাঁরা, আর রবিবার, সব ঠিক থাকলে ম্যাচ হয়তো সকালেই শেষ হয়ে যাবে। অর্থাৎ গড়াবে না আড়াই দিনও। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে দ্বিতীয় দিন ভারত অলআউট হয় ১৮৯ রানে। ৩০ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে তুলতে পেরেছে ৯৩ রান। আর খুইয়েছে ৭ উইকেট। মানে, খেলা দীর্ঘস্থায়ী করতে হলে অলৌকিক কিছু করতেই হবে প্রোটিয়াদের টেল এন্ডারদের। সঙ্গে অধিনায়ক বাভুমা অপরাজিত আছেন ২৯ রানে।

সকাল থেকে একের পর এক ব্যাটারের আসা-যাওয়া দেখলেন শুধু ইডেনের দর্শকরা।ভারত দ্বিতীয় দিনটা শুরু করে ১ উইকেটে ৩৭ রান নিয়ে। প্রথম সেশনটা ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে শেষ করা ভারত দ্বিতীয় সেশনেই অলআউট হয়ে যায় ১৮৯ রানে। ভারতের সর্বোচ্চ কেএল রাহুলের ৩৭ রান। অধিনায়ক শুভমন গিল ৪ রানে অবসৃত হন। ঘাড়ের চোটের জন্য ভারতের হয়ে পুরো ব্যাট করতে পারেননি। নিয়ে যেতে হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালেও।বিসিসিআই জানিয়েছে, ‘শুভমন গিলের ঘাড়ে ব্যথা রয়েছে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে’। ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা দু’জনই ২৭।পন্থ ২৪ বলে ২৭ রান করার পথে দুটি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছেন। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা এখন পন্থেরই (৯২)। এতদিন সেহওয়াগের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। জাদেজাও টেস্ট ক্রিকেটে ৪০০০ রান পার করলেন। বিশ্বক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ৪০০০ রান সম্পূর্ণ করেন।
ওয়াশিংটন সুন্দর ২৯, ধ্রুব জুরেল ১৪, অক্ষর প্যাটেল ১৬। বাকি টেল এন্ডাররা ১ রান করে যোগ করেছেন। তাতেও ভারত এগিয়ে যায় ৩০ রানে।
এরপর শুরু হয় ভারতীয়দের বল হাতে ঘূর্ণি ঝড়। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪০ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট, ৯১ রানে ৭টি। প্রথম সাত ব্যাটারের মধ্যে চারজনই ফিরেছেন দশের আগে। দুই অঙ্ক ছুঁয়েছেন তিনজন। এর মধ্যে রায়ান রিকেলটন আর উইয়ান মুল্ডার আউট হয়ে গেছেন ১১ করেই। টপঅর্ডার ব্যাটারের মধ্যে অপরাজিত আছেন কেবল বাভুমা। রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত ৪টি আর কুলদীপ যাদব ২টি ও অক্ষর প্যাটেল ১টি উইকেট নিয়েছেন।
