শুক্রবার থেকে ধারাবাহিকের সেটে ফিরছেন জীতু কমল, কেন মত বদলালেন নায়ক?
মত বদলালেন জীতু কমল। ফেসবুকে পোস্ট করে সটান জানিয়ে দিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক তিনিই থাকছেন৷ অভিনেতা লেখেন, “ভনিতা না করে বলি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও ‘চিরদিনই তুমি যে আমার’ প্রজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম।”

শোনা গিয়েছিল নায়িকা দিতিপ্রিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে এই ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তার পরিবর্তে নাকি অভিনয় করার কথা ছিল রণজয় বিষ্ণুর। বৃহস্পতিবার টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সেই ধোঁয়াশা স্পষ্ট করেন তিনি৷ সোজাসাপটা বলেন, “আমি এই ধারাবাহিকে অভিনয় করছি না৷ প্রযোজনা সংস্থার হাজারো কাজ থাকতে পারে৷ অন্য কারণেও তো মিটিং করতে পারি৷” এই কথা শোনার পরেই আলোচনা চলছিল বিস্তর। তা হলে নায়ক ছাড়া কী ভাবে এগোবে ধারাবাহিকের গল্প? এ দিন দিতিপ্রিয়া রায়কে প্রশ্ন করা হলেও মেলেনি জবাব৷ অবশেষে জীতুর পোস্ট পড়ে ধারাবাহিক প্রেমীদের মনে শান্তি।

নায়ক-নায়িকার সমস্যার সমাধানের জন্য সোমবার বসেছিল মিটিং৷ কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। শোনা যায়, মিটিংয়ের মাঝেই বেরিয়ে আসেন নায়ক। তার পরেই নাকি সিদ্ধান্ত নেন ধারাবাহিক ছাড়ার৷ তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
উল্লেখ্য, ঠিক কী ঘটেছিল? শুটিংয়ে সময়ে আসা নিয়ে বেঁধেছে গন্ডগোল। নায়ক নাকি শুটিংয়ে আগে এসে গিয়েছিলেন৷ ফ্লোরে অপেক্ষা করছিলেন নায়িকার জন্য৷ কিন্তু দিতিপ্রিয়া নাকি আসেন বেশ কিছু ক্ষণ পরে৷ তাতেই নাকি বিরক্ত হয়ে সেট ছাড়েন জীতু৷ যদিও এ প্রসঙ্গে নায়ক, নায়িকার তরফে মেলেনি কোনও উত্তর৷
