মঙ্গলবার বিয়ে করছেন সঙ্গীতশিল্পী অন্তরা মিত্র, পাত্র কে?

0

বিয়ে করছেন সঙ্গীতশিল্পী অন্তরা মিত্র। তাঁকে প্রতি দিন ছোটপর্দায় দেখতে অভ্যস্ত দর্শক। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও দিন খুব বেশি কথা বলতে শোনা যায়নি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর ২৫ নভেম্বর বিয়ে করছেন গায়িকা। দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বাইপাসসংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটে চারহাত এক হবে। প্রেম বা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি গায়িকা। শোনা যাচ্ছে, ২৫ নভেম্বর বিয়ে তাঁদের। ২৪ নভেম্বর সকাল থেকে নাকি আশীর্বাদ নিয়ে ব্যস্ত তাঁরা। বিকালে হবে আইবুড়োভাত পর্ব। তবে সবটাই হচ্ছে চুপিসাড়ে। কাউকে কিছুতে জানাতে রাজি নন তিনি। তাই এখনও পর্যন্ত কোনও কোনও মন্তব্য করেননি।

শোনা যাচ্ছে, তাঁদের অনেক দিনের সম্পর্ক। গায়িকার স্বামী কোনও ভাবেই যুক্ত নন এই সঙ্গীতজগতের সঙ্গে। বিয়ের পরেই নাকি তাঁরা উড়ে যাবেন মধুচন্দ্রিমার জন্য। ডিসেম্বরে বসবে বিয়ের আসর। শোনা যাচ্ছে,কিছু দিন তাঁকে দেখা যাবে না ‘সারেগামাপা’র বিচারকের আসনে।


তাঁর গাওয়া ‘কিশোরী’ গান এই প্রজন্মের মুখে-মুখে ফিরছে। দেব-ইধিকা পাল অভিনীত ‘খাদান’ ছবির এই গানের দর্শক-শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। পর্দায় দেব-ইধিকার রসায়ন গাঢ় রথিজিৎ ভট্টাচার্য-অন্তরা মিত্রের গায়কিতে। সেই রেশ নিয়েই পর্দায় আরও এক বার গানের দৃশ্যে ইধিকার ঠোঁটে শোনা গিয়েছে অন্তরার গান। কাজ ছাড়া ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালেই রেখেছেন তিনি। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়া আমন্ত্রিতর তালিকায় বেশি কেউ নেই। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির গুটিকয়েক মানুষই তাঁর বিয়ের বিযয়ে জানেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *