ঝিনুক ‘মাম্মাজ বয়’ নয়, প্রেম করার বয়স, অবশ্যই করবে: শ্রাবন্তী
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সিনেমা থেকেও দর্শক আগ্রহী তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে। নায়িকার প্রেম, বিয়ে সম্পর্ক বিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। এমনকি তাঁর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়েও সমান আগ্রহ অনুরাগীদের। তবে ছেলের সঙ্গে বন্ধুত্বের কথা বার বার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন নায়িকা। মা-ছেলের সম্পর্কের থেকেও তাঁদের মধ্যে বন্ধুত্বের জায়গা অনেকটা।

আবারও সেই কথাই শোনা গেল নায়িকার মুখে। এখন শ্রাবন্তীর থেকেও বেশি আলোচনা হয় তাঁর ছেলের ব্যক্তিগতজীবন এবং প্রেম নিয়ে। এমনকি ছেলের বান্ধবীর সঙ্গে কাটানো একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়িকা নিজেও।
কিছু দিন আগে আডিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই বন্ধুত্বের গল্পই শোনালেন নায়িকা বললেন, “এটাই তো প্রেম করার বয়স। প্রেম তো করবেই। ও একেবারেই মাম্মাজ বয় নয়। ওর একটা আলাদা জীবন আছে। আমারও আছে। কিন্তু আমরা খুব ভাল বন্ধু। ঝিনুক আমার সন্তান হলেও আমার ভাই হয়। আমরা একসঙ্গে থাকি, ঘুরতে যাই। জীবনকে উপভোগ করি।”

প্রথম ছবি ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পাওয়ার পরেই প্রেমিক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন নায়িকা। তখন তাঁর বয়স মাত্র ১৬। তার পরেই ছেলে ঝিনুকের জন্ম দেন শ্রাবন্তী। হিসেব কষলে দেখা যাবে মা-ছেলের বয়সের পার্থক্য খুবই কম। অনেক সময়ই শ্রাবন্তী বলেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি।” রাজীবের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ছেলে মা-বাবা দুজনেরই আদরের। মায়ের মতো ক্যামেরার সামনে নয়, বাবা রাজীবের মতো ক্যামেরার পিছনে কাজ করার ইচ্ছা রয়েছে অভিমন্যুর। আপাতত সেই প্রস্তুতিই নিচ্ছেন শ্রাবন্তী পুত্র।
