‘আমাদের যৌথ সিদ্ধান্ত’, বিয়ে ভাঙার খবরে সিলমোহর প্রান্তিকের! অঙ্কিতা কী বললেন?
টলিপাড়ায় আবার বিচ্ছেদের খবর৷ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার খবর নিজেই প্রকাশ্যে আনলেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। জানালেন, তাঁরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হওয়ার। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন অঙ্কিতা। তাঁর স্পষ্ট উত্তর, “আমি তো কাউকে বলিনি। যে এ কথা বলেছে, তাঁকে জিজ্ঞেস করাই ভাল। কারণ, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও কথা বলতে চাই না আমি। আমাদের কাজ নিয়ে হোক এটাই চাই। কিছু ভেবেই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তা একান্তই নিজেদের সিদ্ধান্ত। পরিবারের আপন জন ছাড়া আর কারও সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চাই না।”
তিন বছর আগে চুপিসারে পাহাড়ে বিয়ে সারেন তাঁরা। সিকিমে গুটিকয়েক বন্ধুর উপস্থিতিতে চারহাত এক হয়। বিয়ের অনেক আগে থেকে তাঁদের বন্ধুত্ব। প্রায় ১২ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। বিয়ে ভাঙলেও প্রান্তিক চান না, তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়ুক। অভিনেতা বলেন, “কোনও তৃতীয় ব্যক্তির জন্য এই সিদ্ধান্ত নয়। অঙ্কিতা এখন মুম্বইয়ে ব্যস্ত। এ দিকে আমার মায়ের ব্রেনস্ট্রোক হয়েছে আমাকে সে দিক সামলাতে হচ্ছে।” তবে, দাম্পত্য ভাঙলেও আগামিদিনে অঙ্কিতার সঙ্গে অভিনয় করতে অসুবিধা নেই প্রান্তিকের। এই জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।
আপাতত, প্রান্তিক নিজের পরিবার নিয়ে ব্যস্ত। অন্য দিকে অঙ্কিতা মুম্বইয়ের কাজ নিয়ে ব্যস্ত। মাঝে একটি হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। অনেক দিন কলকাতার ধারাবাহিক থেকে দূরে তিনি। কেন? সেই উত্তর অবশ্য এখনও অধরা।
