রবিবার শুরু ভারত-দঃ আফ্রিকা ওডিআই! রাঁচিতে আকর্ষণের কেন্দ্রে কো-রো জুটি, থাকবেন কি ধোনি!

0

টেস্টের হোয়াইটওয়াশ হওয়ার যন্ত্রণা ভুলে রবিবার রাঁচিতে একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এখানে অবশ্য ২ জনই ফোকাসে। একজন বিরাট কোহলি, অন্যজন রোহিত শর্মা। ফেব্রুয়ারির পর প্রথমবার দেশের মাটিতে ওয়ানডে খেলতে প্রস্তুত ভারতীয় টিমের অন্যতম দুই স্তম্ভ। আর তারচেয়েও বড়, মাঠে হাজির থাকতে পারেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে, একদিনের সিরিজ নিয়ে বেশ উত্তাপ রাঁচিতে। হাউজফুল থাকবে স্টেডিয়াম তা বলাই যায়। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে যেন দুই তারকার নতুন করে পরীক্ষা শুরু হতে চলেছে। এই সিরিজে নেই শুভমন গিল। তাই অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে কেএল রাহুলের ওপর। জুনিয়র-সিনিয়র মিশ্রণে ওয়ান ডে ক্রিকেটে কেমন ফলাফল করে ভারত, সেদিকেই তাকিয়ে ক্রিকেটভক্তরা।

জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকা মাত্র একবার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচে ভারতীয় দল ৭ উইকেটে জয় পেয়েছিল। সেই ধারাই বজায় রাখতে চায় গম্ভীর ব্রিগেড।ভারতের মাটিতে দুই দলের মধ্যে ৩২টি একদিনের ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৮ টিতে  এবং দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১৪ টিতে। তবে ম্যাচে নামার আগে পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নয় কেউই।
রোহিত- কোহলির ভবিষ্যৎ কী, তা নিয়ে জিজ্ঞাসা করা হয় সাংবাদিক সম্মেলনে।

সেখানে মর্নি মর্কেল জানান, “দুর্দান্ত ক্রিকেটার ওরা দুজন। ওদের যতদিন ক্রিকেট খেলতে ভালো লাগে এবং ফিটনেস যদি সঠিক জায়গায় থাকে, তাহলে ততদিন তারা খেলে যেতে পারে। বিরাট এবং রোহিত প্রচুর ট্রফি জিতেছে। তাই ওরা খুব ভালো করেই জানে যে, বড় প্রতিযোগিতায় ঠিক কীভাবে খেলতে হয়। তাই ওরা যদি নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে এবং দুজনের শরীর যদি খেলার উপযুক্ত থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে, অনেকদিন ধরে ওরা ক্রিকেট খেলতে পারবে। এমনকি, বিশ্বকাপেও খেলতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যদিও তা অনেক দেরী।” রাঁচিতে অনুশীলনে সপ্রতিভ ছিলেন দু’জনেই। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে জ্বলে ওঠেন কিনা তাই দেখার।

খেলা শুরু – দুপুর ১.৩০ টায়
সম্প্রচার- স্টার স্পোর্টস নেটওয়ার্ক
দেখা যাবে- জিও হটস্টার অ্যাপ

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *