ভাইরাল ভিডিয়োতে রোহিত-গম্ভীরের কথা নিয়ে চর্চা, কোহলি এলেন না জয়ের সেলিব্রেশনে

0

রাঁচির ঝাড়খণ্ড আন্তর্জাতিক কমপ্লেক্স স্টেডিয়ামে ম্যাচ নিয়ে চর্চার পাশাপাশি চর্চা চলছে ভারতীয় ড্রেসিংরুমে গৌতম গম্ভীর ও রোহিত শর্মার সিরিয়াস কথাবার্তাও। ঠিক কী বিষয়ে কথাবার্তা, তা জানা যায়নি। তবে দু’জনের সেই ছবি ভাইরাল সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, গম্ভীর যখনই কিছু বলতে যাচ্ছেন, রোহিত মাথা নেড়ে ‘না’ সূচক উত্তর দিচ্ছেন। রোহিত যেভাবে মাথা নাড়াচ্ছিলেন, তাতে অনেকের ধারণা তিনি হয়তো গম্ভীরের সঙ্গে সহমত নন। ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি সাফল্য পেলেও, গৌতম গম্ভীরের সঙ্গে দু’জনের সম্পর্কের কোনও উন্নতি হয়নি বলেই একাংশের ধারণা।

কারণ, রোহিতকে যেমন গম্ভীরের সঙ্গে সিরিয়াসভাবে দেখা গেছে, তেমনই হোটেলে জয়ের সেলিব্রেশনে কোহলিকে অনুরোধ করলেও তিনি তাতে যোগ দেননি।ফলে, গম্ভীর বনাম রো-কো জুটির ঠান্ডা যুদ্ধই মনে করছেন। টেস্ট থেকে তাঁদের যেভাবে অবসর নিতে হয়েছে, তা বোধহয় ভোলেননি রো-কো। যদিও রাঁচিতে রোহিত যখন ফিফটি করেন, সেইসময় গম্ভীর করতালি দিয়ে স্বাগত জানান। অন্যদিকে, বিরাট কোহলি ১৩৫ রান করে ফিরে আসার সময় গৌতম গম্ভীর দাঁড়িয়ে কুর্নিশ জানান। যদিও বিরাট তাতে বিরাট পাত্তা দেননি, একবার হাতে হাত মেলান।

রোহিত শর্মা ও বিরাট কোহলি আদৌ ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলতে দেখা যাবে? সেই নিয়েই চারিদিকে আলোচনা উঠেছে। সূত্রের খবর, রায়পুরে দ্বিতীয় ওয়ানডে-র আগে গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে নিয়ে জরুরি বৈঠক ডাকতে চলেছে বোর্ড। উপস্থিত থাকতে পারেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া  ও জয়েন্ট সেক্রেটারি প্রভতেজ সিং ভাটিয়া। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটে গত কয়েক মাস ধরে দল নির্বাচন নিয়ে যে ডামাডোল চলছে তাতে খুশি নয় বোর্ড। পাশাপাশি রোহিত ও বিরাটকে নিয়ে গম্ভীর ও আগরকর কী ভাবছেন সেটাও তাঁদের কাছে জানতে চাইবে বোর্ড কর্তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *