‘আপনি অমর’, ভোটার তালিকায় প্রয়াত জুবিন গর্গের নাম কাটতে পারলেন না বিএলও
‘…হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে’। মান্না দে’র সেই বিখ্যাত গানটা যেন প্রয়াত জুবিন গর্গের সঙ্গেই মিলে যায়। তিনি নেই। তাও হয়ে গেল ৭৪ দিন। তবু তিনিই অসমবাসীর কাছে প্রাণের স্পন্দন। তাঁর সুরেলা কণ্ঠ একটা প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে। অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি যেন কেউই। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে চলছে এসআইআর। এমনকি অনেক জায়গাতেই মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজও হচ্ছে।অসমের প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। তিনি নেই, তা যেন মানতেই পারছেন না কেউ। সংশোধন কাজ করতে গিয়ে অসমের এক বিএলও তাঁর নাম তালিকা থেকে মুছে ফেলতে রাজি হলেন না।

সাধারণত, ভোটারের মৃত্যু হলে সংশোধিত ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়াই নিয়ম হয়ে থাকে। কিন্তু মন যে নিয়মের উর্দ্ধে। বিএলও মহম্মদ তাফিজ উদ্দিন তাই জুবিন গর্গের এলাকায় সংশোধনী কাজ করতে গিয়ে থমকে গেলেন। থমকে যায় তাঁর লাল কালির কলম। কিছুতেই কাগজে মুছে দিতে পারলেন না সবার প্রিয় গায়কের নাম। জানিয়ে দিলেন, মৃত তিনি লিখবেন না, এসআর লিস্টে জুবিনের নামের পাশে লেখা থাকবে অমর শব্দ। এরপর তাঁর নামের পাশে লিখে দেন, ‘‘আপনি অমর, আমাদের মধ্যেই থাকবেন চিরকাল।আপনার আত্মা চিরশান্তিতে থাকুক।’’

এটাই শ্রদ্ধা। এটাই ভালবাসা। এটাই আবেগ। জুবিন গর্গের বোন পামী বরঠাকুর সমাজ মাধ্যমে বিষয়টি তুলে ধরতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। তিনি লেখেন, ‘‘এই ভালোবাসাই আমাদের সাহস।আমরা কৃতজ্ঞ তাফিজউদ্দিন দাদা।’’ তাফিজউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অসমবাসীর কাছে জুবিন গর্গ শুধু শিল্পী নন, তিনি আমাদের হৃদয়ের মানুষ। তাকে মৃত হিসেবে চিহ্নিত করতে মন সায় দিচ্ছিল না। তালিকা যাচাইয়ের সময় আবেগ সামলানো কঠিন হয়ে পড়েছিল।’’
