অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ, প্রাক্তন স্ত্রী অর্পিতা কি তাঁর খোঁজ নিয়েছেন?
বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়েছে খবর। অগ্নিদগ্ধ ও পার বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শ্যুটিং করছিলেন নায়ক। সেখানেই ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা। যদিও সদ্য পাওয়া খবর অনুযায়ী এখন বিপদ কেটেছে নায়কের। আহত অবস্থাতেই শ্যুটিং চালিয়ে গিয়েছেন তিনি।
‘মালিক’ ছবির শ্যুটিং করছিলেন আরিফিন। সেখানেই একটি আগুন লাগার দৃশ্যের শট চলছিল। সেই আগুনেই ঘটে বিপত্তি। বোঝা যায়নি কখন শ্যুটিংয়ের আগুন নায়কের পায়ে ধরে গিয়েছে। তার পরেই জ্ঞান হারান আরিফিন। দাউদাউ করে জ্বলে উঠেছিল আগুন। তীব্র তাপে জ্ঞান হারান বাংলাদেশি নায়ক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সেটের সবাই। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তত ক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। অনেকটা অংশ পুড়ে গিয়েছে তাঁর। যদিও শ্যুটিংয়ের ক্ষতি হোক তিনি চাননি। তাই আরিফিন শুক্রবার থেকেই শ্যুটিং শুরু করেছেন ছবির। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে বিদ্যা সিন্হা সাহা মিম।

উল্লেখ্য, কিছু দিন আগে নতুন নায়িকার সঙ্গে অভিনেতার ছবি ঘিরে তৈরি হয়েছিল বিপুল আলোচনা। অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন নায়ক। তা নিয়ে অনেক জলঘোলা হয়। এক বছর আগে স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেতা। তার পর থেকেই ঐশীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু। যদিও নতুন সম্পর্ক নিয়ে বিশদে কিছু জানা যায়নি এখনও। ২০২৪-এর জুলাই মাসে প্রকাশ্যে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেতা। বৈবাহিক সম্পর্ক না থাকলেও তাঁরা যে বন্ধু হিসাবে থাকবেন আগামীদিনে সে কথাও জানিয়েছিলেন শুভ। আগুনে পুড়ে যাওয়ার খবরে কি অভিনেতার খোঁজ নিয়েছেন প্রাক্তন স্ত্রী? সে কথা জানা যায়নি।
