লক্ষ্য ২০২৮ অলিম্পিক! ছেলের অনুপ্রেরণাতেই অবসর ভেঙে ফিরলেন ‘সুপার মম’ ভিনেশ ফোগাট

0

প্যারিস অলিম্পিকের পর হতাশায় অবসর নিয়ে ফেলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছেন এখনও অনেককিছু দেওয়ার বাকি। অবসর ভেঙে ফের ম্যাটে ফিরলেন ভিনেশ ফোগাট। সন্তানের অনুপ্রেরণাতেই কুস্তিতে ফের নামবেন ভিনেশ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক আনাই লক্ষ্য।

দঙ্গলকন্যা সমাজ মাধ্যমে লিখেছেন, ‘মানুষ জিজ্ঞেস করছিল-প্যারিসই কি শেষ? আমিও জানতাম না। নিজেকে সময় দিতে হয়েছে। ম্যাট থেকে, চাপ থেকে, প্রত্যাশা থেকে দূরে গিয়ে শ্বাস নেওয়ার প্রয়োজন ছিল। সেই নীরবতাই সত্যিটা বুঝিয়েছে, আমি এখনও এই খেলাকে ভালবাসি।’ পাশাপাশি ভিনেশ আরও লেখেন, ‘শৃঙ্খলা, রুটিন, লড়াই…এগুলো আমার ভেতরেই আছে।আগুনটা কখনও নেভেনি। শুধু ক্লান্তি আর শব্দের আড়ালে চাপা ছিল!’ ভিনেশ জানিয়েছেন, এ বার তাঁর সঙ্গে থাকছে সবচেয়ে বড় প্রেরণা-ছেলে। ওই আমার দল, আমার চিয়ারলিডার!’

গত অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ।কিন্তু তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার কারণে বাতিল করা হয়েছিল তাঁকে। এরপরই হতাশায় গতবছর ৮ আগস্ট অবসর ঘোষণা করেছিলেন ফোগাট।অবসরের পর তিনি রাজনীতিতে ঢুকেছিলেন। কংগ্রেসের হয়ে বিধানসভায় প্রার্থী হয়েছিলেন তিনি।এরপর বিজেপির প্রার্থী যোগেশ কুমারকে হারিয়ে বিধায়ক হন। শুধু তাই নয়, এ’বছরেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভিনেশ।মা হওয়ার পাঁচ মাসের মধ্যেই আবারও কুস্তির ম্যাটে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি।

শুধু এ’সবই নয়, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। দিল্লির রাজপথে ধর্না, বিক্ষোভে প্রথম সারিতে দেখা গিয়েছে ভিনেশকে।
ভিনেশ জানিয়েছেন, এবার তাঁর লক্ষ্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।তাঁর লড়াই যে শেষ হয়নি, অবসর ভেঙে ম্যাটে ফেরাই তাঁর প্রমাণ। ফের নতুন করে নিজেকে তৈরি করতে চান সুপার মম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *