এসআইআরে খসড়া তালিকায় নাম আছে কিনা জানা যাবে মঙ্গলবার, জানুন কীভাবে দেখবেন তালিকা
এসআইআর-এর খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশিত হবে।তালিকায় রাজ্যের বহু বিধানসভা কেন্দ্র থেকেই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, সেই সংখ্যাটা ৫৮,২০,৮৯৮ জনের।তার মধ্যে মৃত ভোটার রয়েছে ২৪,১৬,৮৫২ জন। স্থানান্তরিত হয়েছেন ১৯,৮৮,০৭৬ জন ভোটার।
রবিবার থেকেই তালিকা ছাপানোর কাজ শুরু হয়েছে। কমিশন সূত্রের খবর, সোমবার রাতেই সরকারি ছাপাখানা থেকে তালিকা ছাপিয়ে নেওয়া হবে।মঙ্গলবার এসডিও, বিডিও ও জেলাশাসকের দফতরে খসড়া তালিকা টাঙানো হবে।সেখানে গিয়েও নিজেদের নাম দেখতে পারবেন সংশ্লিষ্ট জেলার ভোটাররা।প্রতিলিপি দেওয়া হবে রাজনৈতিক দলগুলিকেও।
নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলার ওয়েবসাইটেও তালিকা পাওয়া যাবে। voters.eci.gov.in ওয়েবসাইটে দেখা যাবে খসড়া তালিকা। এই ওয়েবসাইটে ‘SIR FINAL PUBLICATION 2025’ সেকশনে গিয়ে ‘SEARCH YOUR NAME IN DRAFT ROLL’-এ ক্লিক করে রাজ্যের নাম ও EPIC নম্বর দিলে দেখা যাবে খসড়া ভোটার তালিকায়। এ ছাড়াও https://ceowestbengal.wb.gov.in/SIR -এ ক্লিক করেও তালিকা দেখা যাবে। ফলে খসড়া তালিকা প্রকাশের পরেই তা অনলাইন এবং অফলাইন অর্থাৎ দুটি প্ল্যাটফর্মেই দেখতেই পারবেন ভোটাররা।
খসড়া তালিকা প্রকাশের কয়েক দিনের মধ্যেই শুনানির নোটিস দেওয়া শুরু হবে। বিডিও, এসডিও, জেলাশাসক বা স্থানীয় সরকারি অফিসে শুনানি হতে পারে। প্রতিটি বিধানসভা এলাকায় একজন ইআরও ও দশজন সহকারী ইআরও থাকবেন। দিনে সর্বাধিক একশোটি শুনানি নেওয়ার ব্যবস্থা থাকবে। শুনানিতে জমা পড়া সমস্ত নথি ও ইআরও-এইআরওদের সিদ্ধান্ত ডিজিটাইজ করা হবে।
কমিশন সূত্রের খবর, পরিচয় ও নাগরিকত্ব প্রমাণের জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, সরকারি জমি-বাড়ির নথি প্রভৃতি গ্রহণযোগ্য হবে। আধার শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, তার সঙ্গে অন্য নথি লাগবে। প্রতিটি বাদ পড়া নাম আলাদা তালিকায় কারণ-সহ নথিভুক্ত থাকবে। খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্যে আবেদন করতে হবে। এজন্য ফর্ম ৬ পূরণ করে Annexure-IV এর সঙ্গে জমা করতে হবে।
