আর্য-অপর্ণার বিয়ে নজর কাড়ল না দর্শকের? প্রথম স্থানে রইল কোন ধারাবাহিক?

0

আর্য-অপর্ণার বিয়ের পর্ব শুরু হওয়ার পরেই টিআরপি থেকে ছিটকে গিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রথম স্থান ফিরে পেয়েছে ‘পরিণীতা’। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা পেল কোন কোন ধারাবাহিক?

সম্প্রতি ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা গিয়েছে, রায়ানের ছোটবেলার বান্ধবী মহুল এসেছে বিদেশ থেকে। মা-কে নিয়ে সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছে নায়ক। আর স্বামীকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করেছে পারুল। ফলে এখন নায়ক-নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি, মান-অভিমানের শুরু। গল্পের নতুন মোড় নজর কেড়েছে দর্শকের। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.১।

দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম, তটিনীর কাহিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনও ভাবেই পিছিয়ে পড়তে রাজি নয় তারা। সেই প্রভাব দেখা গেল টিআরপিতেও। ৬.৯ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। আগের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। প্রতি সপ্তাহে পাঁচ নম্বর না হলে চার নম্বেরই মূলত দেখা যায় এই ধারাবাহিকের নাম। তবে এ সপ্তাহে পাশা বদলে গিয়েছে। তারা পেয়েছে ৬.৮।

শুরুর দিন থেকে স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক ভাল ফল করলেও এই সপ্তাহে একটু পিছিয়ে পড়েছে। তারা রয়েছে চতুর্থ স্থানে। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র প্রাপ্ত নম্বর ৬.৬। শুটিং শেষ, কিন্তু এখনও ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’র জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বিদায়বেলায়ও প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে দুই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে ৬.৪।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *