‘ফেসবুকে যা দেখা যায়, সব সত্যি নয়’, বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন শ্রীনন্দা শঙ্কর
২০০৯ সালে পারশি এবং বাঙালি মতে ধুমধাম করে বিয়ে করেছিলেন শ্রীনন্দা শঙ্কর। বিয়ের ১৬ বছর পরে স্বামী গেভ সতরওয়ালার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন শ্রীনন্দা। শীতের রবিবারে তাঁর এই ঘোষণার কথা জানতে পেরে অবাক অনেকেই। কিছু দিন আগে পর্যন্তও স্বামীর সঙ্গে তাঁর বেশ কিছু ভ্লগ তৈরি করেছিলেন তিনি। তার পর আচমকা কী ঘটল? সেই কারণ যদিও খোলসা করেননি তিনি।

ফেসবুকে শ্রীনন্দা লেখেন, “আমরা আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো আগে অনেকেই বিষয়টা আঁচ করেছিলেন। কিন্তু প্রকাশ্যে নিজেদের সম্পর্ক ভাঙার কথা জানানোর জন্য একটু সময়ের দরকার ছিল। জীবনে যে কখন কী দেখায় তা বলা খুব মুশকিল। তবে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিকে গ্রহণ করেছি শান্তিতে। এই সিদ্ধান্তে আমরা দুজনেই খুশি হয়েছি এবং শান্তি পেয়েছি। জানি এর পরে অনেকে নানা কথা বলবে। লেখালেখি হবে। যেটা ইচ্ছা সেটাই করতে পারেন আপনারা। কিন্তু এই বিষয়ে আমাকে বা আমার মাকে কেউ যোগাযোগ করবেন না। কারণ, এই বিষয়ে আমরা কিছু বলব না। দয়া করে আমাদেরকে এই সময়টা নিজেদের মতো কাটানোর সুযোগ দেবেন।”

শ্রীনন্দার সঙ্গে স্বামী এবং তাঁর শাশুড়িরও অনেক ভিডিয়ো দেখেছে সবাই। নাচের সঙ্গে সঙ্গে তিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। রোজের ভ্লগ পোস্ট করেন। এ প্রসঙ্গেই শ্রীনন্দা লেখেন, “ফেসবুকে যা দেখানো হয় সেটাই যে বিয়ের সত্যি সেটা ভাবলে ভুল করবেন।” সেই সঙ্গে সবাই যে তাঁকে ভালবাসায় ভরিয়েছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরোধ করেছেন, এই পরিস্থিতিতে সবাই যেন আরও বেশি করে তাঁর পাশে থাকেন।
