পুজোয় দেব-শুভশ্রী জুটির ধামাকা! ‘খাদান ২’ এর হাত ধরেই কি ফিরছে পুরনো জুটি?

0

নতুন বছরের দ্বিতীয় দিন। একের পর এক ধামাকা নায়ক দেবের। ‘খাদান ২’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, ‘টনিক২’ এই তিন ছবির ঘোষণা করেছেন নায়ক। আর চতুর্থ ঘোষণা করলেন শুক্রবার বিকালে। আবার বড়পর্দায় ফিরবে দেব-শুভশ্রী ম্যাজিক। এই বছরের দুর্গাপুজোয় পুরনো জুটিকে নতুন মোড়কে দেখার ঘোষণা করলেন নায়ক।


এই +”ঘোষণার পর থেকে দর্শকের মনে প্রশ্ন তবে আরও এক নতুন ছবির ঘোষণা? নাকি তিনটি ঘোষিত ছবির কোনও একটিতে দেখা যাবে শুভশ্রীকে? এ দিকে হিসাব বলছে ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘টনিক২’-এর। আর ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন পুজোয় আসতে পারে ‘খাদান ২’। কিছু দিন আগে শোনা গিয়েছিল সেই ছবিতে দেখা যেতে পারে কোয়েল মল্লিককে। অন্দরের ফিসফাস সম্ভবত ‘খাদান ২’ ছবিই ফেরাবে পুরনো জুটিকে।


উল্লেখ্য, ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার পরেও পরোক্ষভাবে বচসায় জড়িয়েছিলেন নায়ক-নায়িকা। কোনও এক সাক্ষাৎকারে, শুভশ্রীকে নিয়েছে  দেবের মন্তব্য তৈরি করেছিল বিতর্ক। যা ভাল ভাবে নেননি নায়িকা নিজেও৷ সম্প্রতি, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর ছেলে নিষাদের অন্নপ্রাশনে দেখা হয় দেব-শুভশ্রীর। সেখানে নায়িকার সঙ্গে একান্তে কথা বলেছিলেন নায়ক,সে কথাও বলেন দেব। সেই কথপোকথনের ফলই কি এই ছবি? উঠছে প্রশ্ন। তবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবি কখন মুক্তি পাবে সেটাও ঠিক হয়নি। এই ছবির জন্য নাকি ছোটপর্দার নায়িকা অঙ্কিতা মল্লিকের কথা ভেবেছিলেন দেব৷ কিন্তু সেই নায়িকাও নাকি এখনও চূড়ান্ত হয়নি৷ তবে দেবের ৫০ তম ছবি বলে সেই ছবি ঘোষণা করা হয়েছে। তাই ওই ছবিতে যে ‘দেসু’কে দেখা যাবে না তা নিশ্চিত। তা হলে দেবের ৫১ তম ছবি কি ‘খাদান ২’ সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *