বিসিসিআইয়ের নির্দেশ, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে ছাড়ল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

0

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর। সুযোগ পেয়েও বাদ যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটার।জানা গিয়েছে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর জন্য কেকেআরকে চিঠি দিয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুস্তাফিজুরই সুযোগ পেয়েছিলেন। নিলামের পরেই তাঁকে নেওয়া নিয়ে চর্চা শুরু হয়। রাজনৈতিক মহল এবং কিছু ধর্মীয় সংগঠনের তরফে আপত্তি তোলা হয়। কারণ বাংলাদেশে হিন্দু নিধনের প্রভাব পড়েছে এ’দেশেও। হুমকির মুখে পড়তে হয় কেকেআরের মালিক শাহরুখ খানকেও। সরকার এই নিয়ে অবস্থান না জানালেও, বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। মুস্তাফিজুরকে সরিয়ে দিতে নির্দেশই দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বিসিসিআই সরাসরি রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য না করলেও, বোর্ড যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক যে সমস্ত ঘটনা ঘটছে, সেগুলি বিবেচনা করে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’ তিনি আরও জানান, ‘ফ্র্যাঞ্চাইজি চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই।’

এরপরই কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে দিয়েছে– মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। শাহরুখ খানের দল জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে সব প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজুর) ছেড়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। সেই নিলামে ৯ কোটি ২০ লাখ টাকাতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের এটাই ছিল সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *