ঘরোয়া ক্রিকেটে কামব্যাকে শ্রেয়সের ঝড়, চিন্তা বাড়াচ্ছেন সূর্য, রান নেই গিলেরও! হার বাংলার

মহম্মদ শামি ১০ ওভারে ৭০ রান, আকাশ দীপ ৮ ওভারে ৭৮ রান, মুকেশ কুমার ৭ ওভারে ৫৫ রান দিয়েছেন। ফল, যা হওয়ার তাই। বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে তুলে ফেলে ৩৫২ রান। বাংলা শাহবাজ আহমেদের ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরিতে লড়াইয়ের পরও ২৪৫ রানের বেশি তুলতে পারেনি। ফলে, ১০৭ রানের বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হল অভিমন্যু ঈশ্বরণকে। ৪৪.৪ ওভারেই অলআউট হয় বাংলা।
সৌরাষ্ট্রের মাঠে টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু শামি-আকাশদীপ-মুকেশ কুমারের বোলিংকে ভোঁতা অস্ত্রে পরিণত করেন হায়দরাবাদের ওপেনার আমন রাও। ইনিংসের শেষ পর্যন্ত ১৫৪ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি। এরমধ্যে রয়েছে ১২টি চার ও ১৩টি ছক্কা। শামি ৩ উইকেট নিলেও জলের মতোই রান উঠেছে তাঁর বোলিংয়েও। একই ছবি আকাশ দীপ ও মুকেশ কুমারের। বাংলার হয়ে বাকি দুটি উইকেট নেন শাহবাজ আহমেদ ও রোহিত কুমার।
জয়ের জন্য ৩৫৩ রানের বিশাল রানের লক্ষ্যমাত্রায় বড় ইনিংস দেখা যায়নি বাংলার ওপেনারদের। সুমিত নাগ ফেরেন ১০ রানে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১৫ রানের বেশি স্কোরবোর্ডে যোগ করতে পারেননি। তিনে নেমে করণলালও ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। সুদীপ কুমার ঘরামি আবার খাতাই খুলতে পারেননি। মাত্র ৫০ রানেই মূল্যবান ৪ উইকেট হারায় বাংলা। এরপর হাল ধরার চেষ্টা করেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। যদিও শেষরক্ষা হয়নি। ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ১১৩ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শাহবাজ।অনুষ্টুপ মজুমদার করেন ৭২ বলে ৫৯ রান। এরপর আকাশদীপ (১২), মহম্মদ শামি (৭), রোহিত কুমার (১), মুকেশ কুমার (৬) রানের বেশি করতে পারেননি। তাতে ২৪৫ রানের বেশি তুলতে পারেনি বাংলা। এই হারে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল বাংলা। এরমধ্যে ৪টি জয় ও ২টি হার।
অন্যদিকে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠে মাঠে ফিরেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন শ্রেয়স আইয়ার। বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে একেবারে অধিনায়কোচিত ইনিংস খেললেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে ৮২ রান করেন। মুম্বই অধিনায়কের ইনিংসে সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। অন্যদিকে, ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ বলে ২৪ করেন। এরমধ্যে ১ চার ও ২ ছয়। যশস্বী জয়সওয়াল ১৫ রানের বেশি করতে পারেননি। টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর, ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের হয়ে খেলতে নামেন শুভমন গিল। গোয়ার বিরুদ্ধে ম্যাচে ওপেনার হিসেবে নেমে ১২ বলে মাত্র ১১ রান করেন তিনি।
