নিঃশব্দেই বাগদান হয়ে গেল শিখর ধাওয়ানের! বান্ধবী সোফিকে পরালেন আংটি, ফেব্রুয়ারিতেই বিয়ে
মাঠে অনেকবার দ্বিতীয় ইনিংসে নেমেছেন। ম্যাচও জিতিয়েছেন। এ বার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শিখর ধাওয়ান। অতীত ভুলে আরও একবার গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’। সোমবার বান্ধবী সোফি সাইনের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন তিনি। সমাজ মাধ্যমে আঙটি বদলের সেই ছবিও তিনি দিয়েছেন।

শিখরের প্রথম স্ত্রী ছিলেন আয়েশা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে বিবাহ জীবন সুখের হয়নি। তাঁদের ১১ বছর বয়সি একটি পুত্র সন্তান থাকলেও, শেষপর্যন্ত বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। এরপরই শিখরের জীবনে নতুন বান্ধবীর আগমন প্রকাশ্যে আসে। সোফি সাইনের সঙ্গে কয়েক বছর আগে দু’জনের আলাপ হয় দুবাইতে। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। গত এক বছর ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। অবশেষে পূর্ণতা পাচ্ছে পরিণয়ে।

আয়ারল্যান্ডের মেয়ে সোফি একজন উচ্চশিক্ষিত পেশাদার মহিলা। লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি রয়েছে। সম্প্রতি শিখর ধাওয়ানের ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন সোফি। তার সঙ্গেই সোমবার বাগদান সেরে ফেললেন শিখর।
শুধু তাই নয়, ধুমধাম করে বিয়েও করবেন তাঁরা। নতুন সংসার জীবনের জন্য মাস কয়েক আগে গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ধাওয়ান। জানা গেছে, দিল্লিতে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিয়ের আসর বসতে চলেছে।গ্র্যান্ড ওয়েডিংয়ে ক্রিকেট ও বলিউডের একাধিক তারকা উপস্থিত থাকতে পারেন বলেই খবর।
শিখর ধাওয়ান ও সোফি সাইনের সম্পর্ক নিয়ে চর্চা চলছিল অনেকদিন ধরেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ম্যাচের সময়ে শিখর ধাওয়ান ও সোফি সাইনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এর পর থেকে তাদের নিয়ে চর্চা শুরু হয়। যদিও এ নিয়ে দু’জনের কেউই বিশেষ মুখ খোলেননি। এমনকি বিয়ের ব্যাপারে খবর হলেও, তা নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি শিখর ধাওয়ান।
