বাঁচান… ভোট দিতে আসা অক্ষয় কুমারের পা জড়িয়ে ধরলেন কিশোরী! ভিডিয়ো ভাইরাল
বাণিজ্য নগরী মুম্বইতে সকাল থেকেই পুরনিগমের ভোট ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে একের পর এক তারকারা ভোট দিতে আসেন। ভোট দিতে যেমন দেখা কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে, তেমনই দেখা যায় বলিউডের সুপারস্টারদের। সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, নানা পাটেকর, হেমা মালিনী, জন আব্রাহাম, সুনীল শেট্টি, বিদ্যা দত্ত সহ লম্বা তালিকা।

তবে সবচেয়ে বেশি চর্চায় বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে ভোট দিতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়েন তিনি।স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির কাছের ভোটকেন্দ্র জুহুর গান্ধী শিক্ষা সদনে ভোট দিতে যান অক্ষয় কুমার। ভোট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় হঠাৎই এক কিশোরী এসে তাঁর পা জড়িয়ে ধরেন। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ওই কিশোরী অক্ষয় কুমারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন। তিনি জানান, তার বাবা ঋণের বোঝায় বিপর্যস্ত, তারজন্য গোটা পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে। নিজেকে অভিনেতার একজন একনিষ্ঠ ভক্ত দাবি করে তিনি তার কাছে সহযোগিতার অনুরোধ জানান।
বরাবরই মানবিক অক্ষয় মুখ ফিরিয়ে থাকতে পারেননি কিশোরীর আর্জিতে। তিনি নিজের এক সহযোগীকে ইঙ্গিত করে ওই তরুণীর কাছ থেকে যোগাযোগের নম্বর রেখে নিতে বলেন। তাঁকে যোগাযোগ রাখতেও বলেন অক্ষয় কুমার। বলিউড তারকার এমন উদ্যোগ প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। তাদের আশা, অক্ষয় কুমার নিশ্চয়ই কোনও সুরাহা করবেন।
এ দিন ভোট দিতে দেখা যায় বলিউডের ড্রিমগার্ল ও বিজেপি সাংসদ হেমা মালিনীকে। ভোট দেন কবি ও গীতিকার গুলজারও। ভোট দেওয়ার পর অভিনেত্রী দিব্যা দত্তা বলেন, ‘এটা আমাদের অধিকার। আমার এই দিনটাকে ছুটির দিন বলে ভাবা উচিত নয়। বরং বাড়ির বাইরে এসে ভোট দেওয়া উচিত। আমাদের দূষণ, বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবা উচিত। আর সঠিক নেতা যাতে মুম্বইবাসীর দাবি শুনতে পায়, তার জন্য ভোট দেওয়া উচিত।’
