জয় দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, হেনিলের ফাইফার, কেমন খেললেন বৈভব

0

জয় দিয়েই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে আমেরিকাকে ৬ উইকেটে হারিয়ে দেয় আয়ুষ মাত্রের দল। আমেরিকা প্রথমে ব্যাট করে ৩৫.২ ওভারে ১০৭ রান করে অলআউট হয়ে যায়। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকলে ভারতকে ৩৭ ওভারে জিততে ৯৬ রান তুলতে হত। ভারত ১৭.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ৯৯ রানে পৌঁছে ম্যাচ জিতে নেয়।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় তরুণ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে। হেনিল প্যাটেলের দুরন্ত বোলিংয়ে বিধ্বস্ত হয় আমেরিকা। নীতীশ রেড্ডি সুদিনি সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া অদনিত ঝাম্প ১৮, শহিল গর্গ ১৬, অর্জুন মহেশ ১৬ রান করেন। বাকি কেউই ডবল ডিজিট রান করতে পারেনি। ভারতের হয়ে হেনিল প্যাটেল একাই ৭ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।
এরপর বৃষ্টির কারণে ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়। ডিএলএস নিয়মে ম্যাচের নির্ধারিত ওভারও কমিয়ে দেওয়া হয়। ৩৭ ওভারে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৯৬ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশীর উইকেট খোয়ায় ভারত। মাত্র ২ রানে ফিরে যান বিস্ময় এই ক্রিকেটার। ২ রানে আউট হন বেদান্ত ত্রিবেদীও। অধিনায়ক আয়ুষ মাত্রে ১৯ রানের বেশি করতে পারেননি। বিহান মালহোত্রাও আউট হন ১৮ রানে। যদিও তাতে চাপ হয়নি ভারতের।  অভিজ্ঞান অভিষেক কুণ্ডু এবং কনিষ্ক চৌহান দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জেতান। অভিজ্ঞান ৪২ রানে এবং কনিষ্ক ১০ রানে অপরাজিত থাকেন।
বৃহস্পতিবার মাঠে নামা ২২ জন ক্রিকেটারের প্রায় সকলেই ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত।১৭ জানুয়ারি বুলাওয়াতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *