রবিবার ‘লাকি’ ইন্দোরে সিরিজ নির্ণায়ক ম্যাচ! উজ্জয়িনীর মহাকালেশ্বরে পুজো দিলেন গম্ভীর-রাহুলরা
এ যেন একেবারে চেনা ছবি। দেশের যেখানেই দলের সঙ্গে যান না কেন, বিখ্যাত মন্দিরে সময় করে ঠিকই পুজো দিতে যান গৌতম গম্ভীর। যেমন কলকাতাতে এলেই কোনও এক সময়ে ঠিকই কালীঘাটে যান পুজো দিতে। ভারতীয় দল এ বার ইন্দোরে খেলবে। সেখানে গিয়েই উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচেই সিরিজ নির্ধারণ হবে। কারণ, প্রথম ম্যাচ ভারত জিতলেও, দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এদিন গম্ভীরের সঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও মন্দির দর্শনে যান।সেখানে তাঁরা ভস্ম আরতিতে অংশ নেন এবং পুজো দেন।পুজো শেষে গম্ভীর বলেন, ‘এখানকার ব্যবস্থা খুব ভাল। খুব ভালভাবে দর্শন করেছি। আমি আত্মবিশ্বাসী, আমাদের দল আবার জয়ের পথে ফিরবে।’
শুধু তাঁরা দু’জনেই নয়। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা যায় গতম্যাচে সেঞ্চুরি পাওয়া কেএল রাহুলকেও। এবারেই প্রথম নয়, ২০২৩ ইন্দোর টেস্টের আগে স্ত্রী আথিয়া শেঠির সঙ্গেও গিয়েছিলেন তিনি। ২০২৪ সালে মা বাবাকেও নিয়ে যান আইপিএল শুরুর আগে।গম্ভীর থেকে কেএল রাহুলের শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম এই মন্দিরে গম্ভীরের উপস্থিতির ভিডিয়ো এরমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইন্দোরের হোলকার স্টেডিয়াম এমনিতেই পয়া মাঠ ভারতের। সাত ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে ভারত। সেই ম্যাচেই সিরিজ জয়ের জন্য ঝাঁপাবে শুভমনের ভারত। গতম্যাচে রোহিত, বিরাটরা রান পাননি। ফলে, দুই মহারথীর ব্যাটে রান দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তৃতীয় ম্যাচে একাদশে বদল আসবে কিনা তাই দেখার। অন্দরের খবর, বাদ পড়তে পারেন নীতিশ কুমার রেড্ডি। জাদেজার পারফরম্যান্সও স্ক্যানারের তলায়। তাঁকে নিয়েও প্রশ্ন উঠছে।
