বৈভবের জোড়া নজিরে যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারাল ভারত, হ্যান্ডশেক নিয়ে ফের বিতর্ক
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দাপট ভারতের। আমেরিকার পর বাংলাদেশকেও হারাল ভারতের যুবরা। বুলাওয়াওর কুইন্স স্পোর্টস ক্লাবে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে দিয়েছে।ভারত ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায়। এরপর বৃষ্টিতে খেলা থমকে যাওয়ায় ২৯ ওভারে বাংলাদেশের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৫ রানের। জবাবে বাংলাদেশ ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে। ভারত জয় পায় ১৮ রানে।

বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়।ভারতের হয়ে অভিজ্ঞান অভিষেক কুন্ডু ৮০, বৈভব সূর্যবংশী ৭২ রান করেছেন।বৈভব একসঙ্গে জোড়া নজির গড়েছেন।মাত্র ১৪ বছর বয়সেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন। লিস্ট-‘এ’ ক্রিকেটে যুব ওয়ানডে-তে কোহলিকে পিছনে ফেলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন বিস্ময় এই ক্রিকেটার। কোহলি করেছিলেন ২৮ ম্যাচে ৯৭৮ রান, যেখানে ছিল ৬টি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি। অথচ বৈভব মাত্র ২০ ম্যাচেই ১০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেছেন।রয়েছে ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান।

বৈভব মাত্র ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। বিশ্বকাপের দ্রুততম হাফসেঞ্চুরি নয়, বরং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৪ বছর ২৯৬ দিন) অর্ধশতরান করার রেকর্ডও গড়েন তিনি। এই রেকর্ড এতদিন ছিল আফগানিস্তানের শাহিদুল্লাহ কামালের (১৫ বছর ১৯ দিন)। ম্যাচে বল ভারতের বিহান মনোজ মালহোত্রা চার উইকেট নিয়েছেন।
তবে শুধু বৈভবের নজিরই নয়, ভারত-বাংলাদেশ এই ম্যাচ আলোচনায় উঠে এসেছে অন্য কারণেও। প্রথাগত প্রি-ম্যাচ হ্যান্ডশেক এড়িয়ে গেছে দুই দেশের ক্রিকেটাররাই। ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে ও বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে করমর্দন হয়নি। প্রথা অনুযায়ী টসের পর দুই অধিনায়কের করমর্দন করার কথা থাকলেও, আয়ুষ মাত্রে নিঃশব্দে সরে যান। আবরারের পক্ষ থেকেও হাত মেলানোর কোনও উদ্যোগ দেখা যায়নি। এর আগে এশিয়া কাপে সূর্যকুমার যাদব যেভাবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। এবার বাংলাদেশের সঙ্গেও সেই কাজটাই করেছেন ছোটরা।
