অনুষ্টুপের শততম ম্যাচে শতরান উপহার সুদীপের, সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জিতে শক্ত ভিত গড়ল বাংলা
অনুষ্টুপ মজুমদারের শততম ম্যাচ। সেই ম্যাচেই শতরান করে রাঙিয়ে দিলেন তাঁর সতীর্থ সুদীপ চ্যাটার্জি। দুরন্ত ওপেনিং জুটি সুদীপ ও অভিমন্যুর। তাতেই কল্যাণীতে রঞ্জি ট্রফির প্রথম দিন সার্ভিসেসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলা।
এদিন টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সার্ভিসেস। দিনের শেষে বাংলার রান ৪ উইকেট হারিয়ে ৩৪০। ওপেনিং জুটিতে অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ চ্যাটার্জি তোলেন ১৫১ রান। এরপর অভিমন্যু ফিরলেও, অপরাজিতই থেকেছেন সুদীপ। অভিমন্যু ১৫২ বল খেলে ৮১ রান করেন। এরমধ্যে রয়েছে ৯টি চার ও ১টি ছয়। তিনি আউট হলে, সুদীপ কুমার ঘরামি বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সুদীপ চ্যাটার্জিকে। ঘরামি ফেরেন ৯ রান করে। একটা প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সুদীপ। এরপর নামেন অনুষ্টুপ মজুমদার। শততম ম্যাচে কেমন খেলেন, সেদিকেই তাকিয়ে ছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সকলের প্রিয় ‘রুকু’ আউট হন ২৭ রানের মাথায়।এরপর শাহবাজ আহমেদ ৩৮ বলে ৩৮ রান করে আউট হন। তুর্থ উইকেটে শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন বাংলার ওপেনার। দিনের শেষে সুদীপের সঙ্গে খেলা শেষ করেছেন ৩১ রানে অপরাজিত থাকা সুমন্ত গুপ্ত। সুদীপ চ্যাটার্জি ঝকঝকে সেঞ্চুরি হাঁকান তার অনেক আগেই। দিনের শেষে অপরাজিত ২২৬ বল খেলে ১৪০ রানে। এরমধ্যে রয়েছে ১২টি চার ও ১টি ছয়। সার্ভিসেসের বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে প্রথম দিনের শেষে চার উইকেটে ৩৪০ রান তোলে বাংলা। দ্বিতীয় দিন এই রান চারশোর গণ্ডি পেরিয়ে যাওয়াই থাকবে বাংলা দলের প্রথম লক্ষ্য। বড় রানের লিড নিলে, ঘরের মাঠে রঞ্জিতে জেতার সম্ভাবনাও উস্কে যাবে বাংলার।
