মধুমিতার পরে এ বার অদ্রিজা! দক্ষিণী কায়দায় আংটিবদল সারলেন অদ্রিজা, ছড়িয়ে পড়ল ছবি
পরনে দুধে আলতা রঙের কাঞ্জিভরম শাড়ি। মাথায় জড়ানো মালা। গলায় তেমনই মানানসই দক্ষিণী গয়না। আংটিবদল সারলেন অভিনেত্রী অদ্রিজা রায়। কয়েক দিন আগেই এসেছিল খবর। কিন্তু নায়িকা প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি সে ভাবে। এ বার ছবি দিয়ে সবাইকে চমকে দিলেন অদ্রিজা। প্রেমিক ভিগনেস আইয়ারের সঙ্গে আংটিবদলের মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী নিজেই।

একেবারে দক্ষিণী কেতায় বসেছিল আংটি বদলের আসর। নিজেদের আংটি বদলের ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “যে ভালবাসার জন্য এত দিন প্রার্থনা করেছি। তার সঙ্গেই আংটি বদল হল। একটা ছোট্ট ‘হ্যালো’ থেকে সম্পর্ক—তুমিই আমার সব। তোমায় খুব ভালবাসি ভিগনেস।”
মুম্বইয়ের একটি রিসর্টে হয়েছে তাঁদের আংটি বদলের অনুষ্ঠান। দক্ষিণেশ্বরের মেয়ে অদ্রিজা। বাংলা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয়জীবনের শুরু। বেশ কিছু বাংলা ধারাবাহিকে কাজের পরে তিনি পাড়ি দেন মুম্বইয়ে। আপাতত সেখানেই পাকাপাকি ভাবে বাস তাঁর। একের পর এক হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। এই মুহূর্তে ‘অনুপমা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। কলকাতা থেকে মুম্বই যাত্রা নিয়ে আগে অনেক বারই কথা বলেছেন অদ্রিজা। মাঝে বাংলাতেও কাজ করেছিলেন। তবে নায়িকা জানিয়েছিলেন আপাতত তিনি হিন্দি কাজেই বেশি মন দিতে চান।

অদ্রিজার হবু স্বামী এই ইন্ডাস্ট্রির চেনা মুখ নয়। সূত্র বলছে, তিনি একেবারে অন্য জগতের মানুষ। কী ভাবে, কোথায় আলাপ হল ভিগনেসের সঙ্গে? নায়িকা এখনও সেই বিষয়ে কিছু খোলসা করেননি। বিয়ের পিঁড়িতেই বা বসবেন কবে? সেই সব উত্তরই অধরা।

