বাংলাদেশকে ‘গাছে তুলে’ টি২০ বিশ্বকাপের টিকিট কেটে ফেলল পাকিস্তান! বয়কট করতে ভয়!

0

নাটক আর নাটক। খেলবে কী, নাটক করতে গিয়েই দিন চলে যায়! বাংলাদেশকে সমর্থন করে গাছে তুলে দিয়ে, চুপচাপ টি২০ বিশ্বকাপ খেলতে কলম্বোর টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। সূত্রের খবর, আগামী সোমবারই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে পাক দল। টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, ‘বিশ্বকাপে অংশ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে এয়ার লঙ্কার ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করা হয়েছে।’ অন্য এক সূত্র অবশ্য জানিয়েছে, শুক্রবারই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের বিষয়টা চূড়ান্ত জানিয়ে দেবেন।


পাকিস্তানের সমর্থন পেয়ে বাংলাদেশ দল শেষপর্যন্ত টি২০ বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। তা নিয়ে একপ্রস্থ নাটক হওয়ার পর, পাকিস্তান আবার নতুন হাওয়া তোলে।  টি২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নাকভি। জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলবে, পিসিবি তাই সিদ্ধান্ত নেবে। তাতেই নতুন করে উঠে আসে পাকিস্তানেরও এই টুর্নামেন্ট বয়কটের কথা।


এই পরিস্থিতিতে নাকভি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেও সম্ভাব্য আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে বয়কট না করার পরামর্শ দেন। পাশাপাশি রাষ্ট্রপতি আসিফ জারদারি, সামরিক কর্তৃপক্ষ এবং প্রাক্তন পিসিবি প্রধান নাজম শেঠি ও রমিজ রাজার সঙ্গেও এই বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে। এরপরই নাকি টিকিট কাটা হয়েছে বিমানের। এই নিয়ে টেলিকম এশিয়া লিখেছে, ‘নাকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন, তারপর পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন। তারা দুজনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সায় দিয়েছেন। ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন।’ ৭ ফেব্রুয়ারি তারা প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। ভারতের বিপক্ষে তারা খেলবে ১৫ ফেব্রুয়ারি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *