‘একই আকাশের নীচে মন্দির, মসজিদ’, ভারত-পাক চাপানউতরের মাঝেই ভালবাসার বার্তা সোনমের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে চাপানউতর কাটিয়ে দেশ স্বাভাবিক ছন্দে ফিরলেও আগুনের আঁচ কিন্তু রয়েছেই। এমন পরিস্থিতে ভালবাসা এবং শান্তির বার্তা দিলেন সোনম কাপুর। মাতৃদিবসে নিজের মন উজাড় করে দিলেন অভিনেত্রী।

সোনমের মতে মাতৃত্ব মানে শুধু মা হওয়া নয়। এটি জাতি, সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বে। এই প্রসঙ্গে নিজের মাকেই অনুপ্রেরণা হিসেবে লিখেছেন অভিনেত্রী। এ দিন, ভারতের মানচিত্রের একটি ছবি ভাগ করে নেন সোনম। যেখানে একইসঙ্গে আঁকা রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবি একেবারেই তাৎপর্যপূর্ণ। ছবির সঙ্গেই সোনম ভাগ করে নিয়েছেন তাঁর পরিবারের মায়েদের ছবিও। ক্যাপশনে লেখা, ‘মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি যে মাতৃত্ব মানে সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে কিছু। আমার মা ভারতমাতার প্রতিফলন।’

অভিনেত্রীর কথায়, ‘এই ভূমিতেই একই আকাশের নীচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে। এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালবাসার ভাষা বলা হয়।’ সঙ্গে হরিবংশ রাই বচ্চনের কবিতার দুই পংক্তি ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘এই মাতৃদিবসে, আমি শুধু আমার মা-কে উদ্‌যাপন করছি না। বরং যে মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন, তাঁদের জন্যও এই উদ্‌যাপন। এই ভারতেই আমি ভালবাসা দেখে আমি বড় হয়েছি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *