‘দেশনায়কেরা নিজেদের বীরত্ব নিয়ে ঢাক পেটান না’, অবশেষে নীরবতা ভাঙলেন অমিতাভ!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত এপ্রিল মাস থেকে পহেলগাঁও কাণ্ডকে ঘিরে উত্তাল হয়েছে দেশের পরিস্থিতি। অনুরাগী থেকে তারকা, সকলেই এই ঘটনার বিরুদ্ধে গলা ফাটালেও নীরব ছিলেন বলিউডের ‘বিগ বি’। তবে ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে অমিতাভ বচ্চনের একাধিক ধোঁয়াশাজনক পোস্ট বেশ নজর কেড়েছিল নেটিজেনদের। এই সঙ্কেতের আড়ালে কী বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন তিনি, তা অধরা ছিল অনুরাগীদের কাছে।
এ বার, এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন। পহেলগাঁও ঘটনার তীব্র নিন্দা করে বক্তব্য রাখলেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসার পঞ্চমুখও হলেন তিনি। তুলসীদাসের ‘রামচরিত মানস’-এর একটি ছত্র ভাগ করে নিয়ে অমিতাভ খোলসা করে লেখেন, ‘যুদ্ধে যে দেশনায়কেরা যান, তাঁরা তাঁদের বীরত্ব নিয়ে ঢাক পেটান না। তাঁরা যুদ্ধক্ষেত্রে লড়াই করে নিজেদের বীরত্ব দেখান। নিজেদের বীরত্বের প্রশংসা নিজেরাই করেন না।’
গত ২২ এপ্রিল কাশ্মীরে নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। চোখের সামনে স্বামীদের হত্যালীলা দেখেছেন মহিলারা। তাঁদের জন্য মন কাঁদছে বর্ষীয়ান অভিনেতারও। তিনি লেখেন, ‘সেই স্বামীহারা বিধবাদের পরিস্থিতির কথা মনে করেই দুঃখ হচ্ছে। এই অনুভূতি অবর্ণনীয়।’