প্রথম বাংলা ছবি, ‘যেন নিজের বাড়ি ফিরে এলাম’, বললেন ঋত্বিক ভৌমিক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘খাকি ২’-এর পর থেকে তাঁর জনপ্রিয়তা মধ্যগগনে। এই মুহূর্তে যেন তরুন প্রজন্মের ‘ক্রাশ’ পর্দার ‘সাগর তালুকদার’। চরিত্রের নেপথ্যে থাকা মানুষটি হলেন ঋত্বিক ভৌমিক। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা ছবিতে অভিষেক হতে চলেছে তাঁর। যেন ঘরের ছেলের ঘরে ফেরা।

আদ্যোপান্ত প্রেমের ছবি ‘মন মানে না’। নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক আডিশনকে বলেন, “আমার চরিত্রের নাম ‘রাহুল’। এমন একটা চরিত্র আমি প্রথমবার করছি। রোম্যান্স আগে করেছি। কিন্তু এই ধরনের প্রেমের ছবি আমার কাছে প্রথম।”

প্রথম বাংলা ছবি, একটু কি চিন্তা হচ্ছে ঋত্বিকের? অভিনেতার সোজাসাপটা জবাব, “নিজের বাড়িতে এলে কোনও চিন্তা হয় না। যেন মনে হচ্ছে, নিজের বাড়িতেই ফিরে এসেছি। পরিচালক রাহুল থেকে শুরু করে প্রযোজনা সংস্থার সকলেই আমাকে খুব সাহায্য করছে।”

‘মন মানে না’র মহরতে হিয়া চট্টোপাধ্যায় এবং রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ঋত্বিক ভৌমিক

মজার বিষয় হয়, এর আগে ‘খাকি ২’তে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন ঋত্বিক। এ বার তাঁরই কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। কতটা উত্তেজিত? ঋত্বিক বলেন, “কিছু মাস আগেই অপুদার সঙ্গে কাজ করেছি। আর এখন হিয়ার সঙ্গে কাজ করছি। অপুদা খুবই মজার মানুষ। সব সময়তেই হাসছেন, মজা করছেন। প্রতিটা মুহূর্তই যেন তরতাজা হয়ে ওঠে অপুদার সঙ্গে। আর সেই প্রাণখোলা হাসিটা হিয়ার মধ্যেও রয়েছে। আমি নিশ্চিত, হিয়াও একদিন দারুণ অভিনেত্রী হয়ে উঠবে।”

তবে শুধু শাশ্বতই নয়, বহু তাবড় তাবড় অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেতা। এই অনুভূতিটা কেমন? তিনি বলেন, “সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা বরাবরই দুর্দান্ত। তাঁরা কখনও তোমাকে চাপ দেন না। বরং অনেক কিছু শেখা যায় তাঁদের থেকে। ‘খাকি ২’ তে একাধিক সিনিয়র মানুষদের সঙ্গে কাজ করেছি। ‘মন মানে না’ তেও বহু তাবড় তাবড় শিল্পীরা রয়েছেন। খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।”

এ পর থেকে কি বাংলা ছবিতেও দেখা যাবে বলি তারকাকে? এক গাল হাসি নিয়ে ঋত্বিকের জবাব, “এটাই আশা রাখছি। সবটাই প্রযোজকদের উপর নির্ভর করছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *