‘আমার অনুমতি ছাড়া যেন…না হলে কালীমূর্তি বেরিয়ে আসবে’, কাকে হুমকি দিলেন প্রীতি?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বরাবরই হাসিখুশি স্বভাবের তিনি। তাঁর প্রাণখোলা হাসিতেই মজে থাকেন অনুরাগীরা। বলিউড থেকে দীর্ঘদিন দূরে থাকলেও অনুরাগীদের আজও পছন্দের তালিকায় রয়েছেন প্রীতি জিন্টা। তিনি হাসিখুশি অভিনেত্রী হঠাৎ এমন কেন রণমূর্তি ধারণ করলেন?
বিষয়টা খোলসা করেই বলা যাক। তারকা সন্তানদের নিয়ে ছবিশিকারিদের আগ্রহ থাকে তুঙ্গে। তৈমুর ও জেহ্ থেকে শুরু করে রাহা, কোনও তারকার থেকে কম কিছুই নয় তারা। তবে সেই সব দিক থেকে কিছুটা ভিন্ন পথেই হাঁটেন প্রীতি। যমজ সন্তান জিয়া ও জয়ের মা তিনি। নিজের সন্তানদের প্রচারের আলো থেকে দূরে রেখেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
সম্প্রতি, ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্বে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। সেখানেই এক অনুরাগী প্রশ্ন রাখেন, ‘এমন কিছু বলুন, যেটা মানুষ আপনার বিষয়ে জানেন না’। উত্তরে অভিনেত্রী বলেন, “মন্দিরে ছবি তোলা আমি অপছন্দ করি। অথবা, ভোরবেলা বিমানবন্দরে বা শৌচালয়ে ছবি তুলতেও আমি ভালবাসি না।” এই একই বিষয় তাঁর সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রীতি লেখেন, “আমি এমনিতে বেশ হাসিখুশি মানুষ। কিন্তু আমার বাচ্চাদের (জিয়া ও জয়) ছবি তুলতে এলে নিজের ভিতরের কালীমূর্তি বেরিয়ে আসবে। আমার অনুমতি ছাড়া তাই ভুলেও যেন ভিডিয়ো শুরু করা না হয়। খুব বিরক্তিকর বিষয়। তার চেয়ে বরং, আমাকে ভদ্র ভাবে জিজ্ঞাসা করুন ছবি তোলার আগে। তবে আমার বাচ্চাদের ছেড়ে দিন।”