‘ভারতকে অপমান করুন, হিন্দুদের কেন?’ কার্গিল প্রসঙ্গ টেনে আসিম মুনিরকে একহাত জাভেদ আখতারের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি স্পষ্টবাদী। সিনেদুনিয়া থেকে রাজনৈতিক শিবির, ইত্যাদি সম্পর্কে নিজের মতো করে মতপ্রকাশ করতে কোনওদিনই পিছপা হননি তিনি। তার জন্য যদিও একাধিকবারই সমাজের চক্ষুশূল হতে হয়েছে বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতারকে। সেই সবে কাজ দেননি তিনি। এ বার বিঁধলেন পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরকে।

সম্প্রতি তাঁরই একটি মন্তব্যকে ঘিরে একহাত নিলেন জাভেদ। এক সাক্ষাৎকারে বর্ষীয়ান শিল্পী দাবি করেন, প্রতিবেশী দেশের সেনাপ্রধানের বক্তব্য তাঁর খুবই খারাপ লেগেছে। তিনি বলেন, “একটা দেশের সব মানুষ খারাপ হতে পারে না। কিন্তু দেশের সরকার যদি খারাপ হয়, তা হলে তার প্রভাব সবার আগে নাগরিকের উপরই পড়বে। আমাদের বিরোধ শুধু সরকার, সেনা আর কট্টরপন্থীদের সঙ্গে হওয়া উচিত। কিন্তু যে নিরীহ মানুষেরা সরকারের জন্য মাশুল গুনছেন, তাঁদের প্রতি সমবেদনা জানান উচিত।”

পাশাপাশি আসিফ মুনিরকে ‘অসংবেদনশীল’ বলতেও ছাড়েননি জাভেদ আখতার। তাঁর কথায়, “যদি মনে হয় ভারতীয়েরা খারাপ, তা হলে তাঁদের গালিগালাজ করতে পারেন। কিন্তু ‘হিন্দু’দের অপমান করছেন কেন?পাকিস্তানেও তো বহু হিন্দু নাগরিক রয়েছেন! এটা কি জানা নেই? নিজের দেশের নাগরিকের সম্মানও বজায় রাখবেন না? কেমন মানুষ? কী বলছেন, কোনও বোধ নেই!”

এই প্রসঙ্গেই তিনি টেনে আনেন কার্গিল প্রসঙ্গও। তীব্র নিন্দা করে তিনি বলেন, “আরও একটা সত্য মেনে নিতে হবেই। আমাদের কোনও সৈনিক মৃত্যুবরণ করলে আমরা তাঁকে সেলাম করি। কিন্তু যখন কার্গিলে পাকিস্তানি সৈনিকেরা প্রাণ হারিয়েছিলেন, তখন শবদেহ নিয়ে দেশে ফিরিয়ে নিতেও অস্বীকার করে সে দেশের প্রশাসন। ভারতীয়েরা ওঁদের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন সে বার।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *