মানসিকভাবে ভেঙে পড়েছেন নুসরাত! জামিন পেতেই কী জানালেন অভিনেত্রী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত দু’দিন কম ঝড় বয়ে যায়নি তাঁর উপর দিয়ে। দুই বাংলাতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অবে বর্তমানে বিতর্কের অন্যতম নাম হয়ে উঠেছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। তবে মঙ্গলবার একটু স্বস্তি। জামিন পেতেই অনুরাগীদের ধন্যবাদ জানালেন নায়িকা।
গত বছর ঢাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রবিবার গ্রেফতার হন নুসরাত। তার একদিন পরই জেল হেফাজত। অভিনেত্রী জানান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। একদিনের জেল হেফাজত থেকে বেরিয়েই সমাজমাধ্যমে জানালেন তাঁর হাল হকিকত।

নুসরাত লেখেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দু’টো দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যাঁরা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যাঁরা আমার হয়ে কথা বলেছেন। ন্যায়ের পক্ষে কথা বলেছেন। পাশে থেকেছেন। তাঁদের এই সহযোগিতা এবং ভালবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয় তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাঁদের এই সহযোগিতাটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালবাসার কথা।’