ইনস্টাগ্রাম থেকে পরস্পরকে ‘আনফলো’, বাস্তবেই ‘আড়ি’ যশ-নুসরতের!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই তো কিছু দিন আগের কথা। হাতে হাত ধরে চুটিয়ে নিজেদের ছবির প্রচার চালিয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। শুধু তাই নয়, প্রচাররে ফাঁকে সম্পর্ক ধরে রাখার বিশেষ টিপস্‌ও পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এত কিছুর পর টলিপাড়ায় অন্য গুঞ্জন। ভাঙনের পথে নাকি নায়ক-নায়িকার সম্পর্ক!

এই খবর সত্যি না মিথ্যে, তার উত্তর অধরা। কিন্তু এরই মাঝে জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে অভিনেতার সাম্প্রতিক পোস্ট। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যেখানে লেখা, ‘দিনের শেষে তোমার সঙ্গী একমাত্র তুমি নিজেই।’

এখানেই শেষ নয়, নজর কেড়েছে তারকাজুটির ইনস্টাগ্রাম প্রোফাইলও। অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। এমন খবর প্রকাশ্যে আসতেই আরও বেড়েছে কানাঘুষো গুঞ্জন। নুসরত তাঁর ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্যদিকে যশ পোস্ট করেছেন তাঁর বড় ছেলের সঙ্গে ছবি। আর তা যেন উস্কে দিয়েছে বিচ্ছেদের জল্পনা। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি যশ অথবা নুসরত কেউই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *