অনেকটাই স্থিতিশীল পরিচালক, ছায়াসঙ্গী কন্যা একতা, আবার কবে কাজে ফিরছেন প্রভাত রায়?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৫ মে থেকে ৭ মে, আবার ৯ থেকে ১৮। প্রায় দু’সপ্তাহের লড়াই সেরে বাড়ি ফিরেছেন প্রবীণ পরিচালক প্রভাত রায়। গত রবিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে এই লড়াইয়ের প্রতি মুহূর্তে পরিচালকের ছায়াসঙ্গী ছিলেন কন্যসম একতা ভট্টাচার্য।

পরিচালকের হাল হকিকত জানতে আডিশনের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গেই। একতা জানান, তাঁর ‘বাবি’ আগের থেকে অনেকটাই স্থিতিশীল। তিনি বলেন, “খুবই দুর্বল এখন। তবে অবশ্যই আগের থেকে অনেকটা ভাল আছেন।”

এই বয়সে এসেও কাজ করে চলেছেন প্রভাত রায়। নতুন ছবির ভাবনা, চিত্রনাট্য নিয়ে কাজ চলতেই থাকে। আবার কবে কাজে ফিরবেন তিনি? একতা বলেন, “আগামী দুই-তিন মাস তো কোনও কাজের কথাই নেই। সুস্থ থাকাটা সবার আগে। বাবির অবশ্যই ইচ্ছে রয়েছে খুব শীঘ্রই কাজে হাত দেওয়ার। কিন্তু আমি আগামী তিন-চার মাস আমি ভাবছিই না এই নিয়ে।”

ছবি সৌ: একতা ভট্টাচার্যের সমাজমাধ্যমের পাতা

একতা নিজেও যুক্ত বিনোদন জগতের সঙ্গে। সমাজমাধ্যমে তাঁর বন্ধুতালিকায় থাকা সকলেই দেখেছেন নিজের কাজ সামলেও সর্বক্ষণ পরিচালকের দেখাশোনা করে গিয়েছেন তিনি। একতার কথায়, “নিজেকে সামলাতে হবে, সেটা ভাবার অবকাশই পাইনি। হ্যাঁ, মনটা তো শক্ত রাখতেই হবে। এটা তো আসলে আমার একার লড়াই। প্রতিদিন হাসপাতালে ছোটাছুটি। ওখানে বসেই ল্যাপটপে কাজ। সবটা সামলানো কিন্তু খুবই কঠিন বিষয়। তার মধ্যেও নিজের কাজ সামলেছি। আমার অসাধারণ একটা টিম রয়েছে। এটাই আশীর্বাদস্বরূপ আমার কাছে। যদিও এটাই প্রথম নয়। এর আগেও বাবির হাসপাতালে ভর্তি থাকার সময়ে ওখানে বসেই ‘বহুরূপী’ ছবির প্রথম পোস্টারের কাজ করেছি। ‘রক্তবীজ’-এর ক্ষেত্রেও একই পরিস্থিতি ছিল। এখন অনেক মনের জোর বেড়ে গিয়েছে। তবে একটা চিন্তার বিষয় তো থাকেই। প্রায় ১৩-১৪ দিন এমনভাবেই কেটেছে।”

এক দিকে একেন বাবুর ‘বেনারসে বিভীষিকা’, অন্যদিকে ‘বাৎসরিক’, ‘সোনার কেল্লায় যকের ধন’-এর মতো ছবির কাজ। সবমিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে একতার সময়। নতুন কাজ নিয়ে তিনি আডিশনকে বলেন, “আরও দু’টো, তিনতে ছবিতে সাইন করেছি। আগামীতে অনেকগুলো কাজই দর্শক পেতে চলেছেন।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *