৪৩৭ রানের ম্যাচে গুজরাটকে হারিয়ে জ্বালা জুড়াল লখনউ

0



প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর যেন জ্বালা জুড়িয়ে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। শীর্ষে থাকা দলের বিরুদ্ধেই এল জয়। মোট ৪৩৭ রানের ম্যাচ। দুই দলই তুলল দুশোর বেশি রান। যেখানে সেঞ্চুরি করে নায়ক বনে গেলেন মিচেল মার্শ। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ২ উইকেট হারিয়ে তুলেছিল ২৩৫ রান। জবাবে গুজরাট টাইটান্স তুলল ৯ উইকেট হারিয়ে ২০২ রান।  রান তাড়া করতে নেমে শুরুটা দারুণই করেছিলেন দুই ওপেনার গিল ও সাই সুদর্শন। ৪ ওভারেই তুলে ফেলেছিলেন ৪২ রান। সুদর্শন ফেরেন ২১ রানে। আর গিল করেন ২০ বলে ৩৫। গুজরাটের হয়ে এরপর জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখেন শাহরুখ খান। পাঁচে নামা এই ব্যাটসম্যান ২৯ বলে ৫৭ রান করে আউট হলে সেই সম্ভাবনাও মিইয়ে যায়। শেষ ৪ ওভারে ২০ রান তুলতে ৬ উইকেট হারিয়ে গুজরাট থামে ২০২ রানে। অন্যদিকে লখনউয়ের হয়ে রানের পাহাড় গড়তে ধুন্ধুমার ব্যাটিং করেন মিচেল মার্শ। যোগ্য সঙ্গ দেন নিকোলাস পুরান। দ্বিতীয় উইকেটে  দুজনে গড়েন ১২১ রানের জুটি। মার্শ ১০ চার ৮ ছক্কায় ৬৪ বলে ১১৭ রান করে ফিরলেও পুরান অপরাজিত থাকেন ২৭ বলে ৫৬ রান করে।আইপিএল কেরিয়ারে এটি মিচেল মার্শের প্রথম শতরান। কেরিয়ারের ৫৪তম আইপিএল ম্যাচের ৪৮তম ইনিংসে ব্যাট করে প্রথমবার তিন অঙ্কের রানে পৌঁছন অজি তারকা। পাশাপাশি অদ্ভুত রেকর্ডও করেন। মিচেল মার্শ সেঞ্চুরি করা মাত্রই মার্শ পরিবার আইপিএলের ইতিহাসে জায়গা করে নেয়। মিচেল মার্শের আগে তাঁর দাদা শন মার্শ আইপিএলে শতরান করেন। তিনি ২০০৮ সালে পঞ্জাবের হয়ে মাঠে নেমে আইপিএলে তিন অঙ্কের ইনিংস খেলেন। উল্লেখযোগ্য বিষয় হল, শন মার্শ ও মিচেল মার্শ হলেন আইপিএলের ইতিহাসে প্রথম দুই ভাই, যাঁরা ব্যক্তিগত শতরানে পৌঁছেছেন। এবারের আইপিএলে প্লে অফে উঠতে না পারলেও ২ বারের সাক্ষাতে দু’বারই গুজরাটকে হারাল লখনউ। গুজরাট এ বারের টুর্নামেন্টে একবারও টানা দুই ম্যাচ না হারায় এখন ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *