ঐশ্বর্যার পোশাকে গীতার শ্লোক, ‘সিঁদুর’-এর রেশ কাটতেই ‘কানে’ কানে সংস্কৃতির পাঠ পড়ালেন বচ্চন-বধূ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কানের মঞ্চে প্রথম দিনেই বাজিমাত করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। বেনারসি শাড়ির সঙ্গে তাঁর সিঁথি ভর্তি সিঁদুরের ছবি এখনও লাল সিঁদুরের মতোই জ্বলজ্বল করছে সর্বত্র। এই প্রশংসার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়দিনে আবারও তাক লাগালেন বচ্চন-বধূ।
জমকালো ওয়েস্টার্ন ডিজাইনের গাউন। সঙ্গে লম্বা কেপ। আর সেখানেই নজর কাড়ল সুতো দিয়ে লেখা গীতার শ্লোক। আন্তর্জাতিক মঞ্চে নিজের সংস্কৃতির চাদরে নিজেকে এই ভাবেই সাজিয়ে তুললেন ঐশ্বর্যা।
ঐশ্বর্যার শরীরের দৈর্ঘ্য ছাপিয়ে কানের গালিচায় লুটিয়ে পড়ছে সেই স্টোল। যেখানে লেখা, ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।’ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কর্মের উপরই তোমার অধিকার, ফলে নয়। কর্মফলকে নিজের করো না।’ সহজ ভাষায় বলা হয়, ‘কর্ম করে যাও, ফলের আশা কোরো না।’ এর নেপথ্যের ভাবনা পোশাকশিল্পী গৌরব গুপ্তর।
১৪ মে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছররের মতো এই বছরও অনুরাগীদের কৌতূহলী চোখ খুঁজছিল ঐশ্বর্যা রাই বচ্চনকে। হতাশ করেননি অভিনেত্রী। বরং তাঁর সাজসজ্জায় মুগ্ধ করেছেন আপামর ভারতীয়কে। পরনে সাদা বেনারসি, গলায় চুনির হার। পিঠে একঢাল খোলা চুল। আর সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। কানের মঞ্চে প্রথম দিন এ ভাবেই যেন নজর কাড়লেন ‘প্রাক্তন বিশ্বসুন্দরী’। আর সেই ধারা বজায় থাকল দ্বিতীয় দিনেও।